সোস্যাল মিডিয়ায় বিলাসরাওয়ের একটি মূর্তির ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন রিতেশের স্ত্রী জেনেলিয়া ডিসুজাও। প্রয়াত শ্বশুরের স্মরণে তিনি লিখেছেন, রিয়ানের শিক্ষক প্রশ্ন করেছিলেন, কে তোমার সবচেয়ে বড় গর্ব? ওর জবাব, আমার আজোবা। তুমি আমাদের গর্ব পাপা। তোমার উপস্থিতি প্রতিদিন অনুভব করি, জানি, তুমি যেখানেই থাক না কেন, ঠিক আমাদের খেয়াল রাখছ। আমাদের মধ্যে তুমি বেঁচে আছ, প্রতিদিন তোমায় আমরা সেলিব্রেট করি। শুভ জন্মদিন, পাপা।
২০১২-য় মাল্টিপল অর্গান ফেলিওর হয়ে মারা যাওয়া বিলাসরাও দুবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মহারাষ্ট্রের।
রিতেশের মনে ছাপ ফেলে যাওয়া ভিডিওটি দেখে অভিষেক বচ্চন জোড়হাতে প্রার্থনা, হার্ট, আলিঙ্গনের ইমোজি দিয়েছেন। আফতাব শিবদাসানি লিখেছেন, এত সুন্দর, ঈশ্বর ওনাকে, তোমার পরিবারকে আশীর্বাদ করুন। রিতেশের ভাই ধীরাজ, তাঁর স্ত্রী দীপশিখাও মন্তব্য করেছেন, তোমায় মিস করি পাপা।
বিলাসরাওয়ের সহকর্মীদের অনেকে, বিনোদন দুনিয়ার লোকজনও ট্যুইটে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। যেমন হরভজন সিংহ লিখেছেন, তোমার জীবনের প্রতিটি মূহূর্তে উনি সঙ্গে আছেন ব্রাদার।
অভিনেতা থেকে নেতা হওয়া শত্রুঘ্ন সিনহা লিখেছেন, মহারাষ্ট্রের দুবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের খুবই কাছের বন্ধু, প্রয়াত মহান বিলাসরাও দেশমুখকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা, প্রার্থনা জানাই। সত্যিকারের ভূমিপুত্র, দক্ষ প্রশাসক ছিলেন তিনি, অনেক দপ্তর দক্ষ হাতে সামলেছেন।
রিতেশ প্রত্যুত্তরে ট্যুইট করেছেন, প্রিয়তম স্যর @শত্রুঘ্ন সিনহা, আপনার কথাগুলো আমাদের কাছে অনেক দামি। আমার বাবা আপনাকে খুবই পছন্দ করতেন, সবসময় আপনার মতামতকে মূল্য দিতেন। পুণেতে ৬০-৭০ এর দশকের দিনগুলি কাটানোর কথা আমায় মন থেকে বলতেন। ভালবাসা, শ্রদ্ধা রইল।