কলকাতা: নেট দুনিয়ায় খুবই সক্রিয় থাকেন টলিউড অভিনেত্রী ঋত্বিকা সেন (Rittika Sen)। নানা সময় নানা গানে রিল তৈরি করেন আর তা শেয়ার করেন সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে। তেমনই আজ অলকা ইয়াগনিকের জনপ্রিয়  'ঝাঞ্ঝারিয়া' গানে ইনস্টাগ্রাম রিল তৈরি করে নেট দুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী।


ঋত্বিকা সেনের ইনস্টাগ্রাম রিলস-


শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে কেরিয়ার শুরু করেছিলেন ঋত্বিকা সেন। 'হান্ড্রেড পারসেন্ট লভ' এবং আরও বেশ কিছু ছবিতে তাঁকে শিশু শিল্পী হিসেবে দেখা যায়। পাশাপাশা বেশ কিছু ছবিতে পার্শ্বচরিত্রেও অভিনয় করেন। পরবর্তীকালে মুখ্য চরিত্রেও দেখা যায় ঋত্বিকা সেনকে। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অলকা ইয়াগনিকের জনপ্রিয় 'ঝাঞ্ঝারিয়া' গানে ইনস্টাগ্রাম রিল পোস্ট করেছেন অভিনেত্রী। আর তাতেই মজেছেন নেট নাগরিকরা। অভিনেত্রীর নাচের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।



বলিউডের নানা গানে বিভিন্ন সময়ে কোমর দুলিয়ে থাকেন টলিউড অভিনেত্রী ঋত্বিকা সেন। সদ্য কয়েকদিন আগেই 'ঢোলিড়া' গানে পা মেলালেন বঙ্গ তনয়া ঋত্বিকা সেন। কমলা শাড়ি পরে একেবারে গরবা করলেন অভিনেত্রী। সঙ্গী নৃত্যশিল্পী বন্ধু। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আমরা এই ট্রেন্ডের জন্য খুবই দেরি করে ফেলেছি কিন্তু মিস করতে পারব না।' ইতিমধ্যেই সোশ্যাল পোস্টে কমেন্টের বন্যা। অনুরাগীরা তাঁদের পছন্দের অভিনেত্রীর নাচ দেখে মুগ্ধ। প্রশংসা সূচক কমেন্ট করেছেন। শুধু 'গাঙ্গুবাঈ'-এর গানেই নয়, পরনে একটা র‍্যাপ-অ্যারাউন্ড স্কার্ট। সঙ্গে ক্রপ টপ। খোলা চুলে 'নাচো নাচো'র সুরে সম্প্রতি পা মেলান বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋত্বিকা সেন। ফুরফুরে হাওয়ায় বেশ সুন্দর নাচলেন অভিনেত্রী। সেই রিল পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখলেন, 'নাচো নাচো। শুধু মজার মুহূর্ত।'


আরও পড়ুন - Dadagiri: রুক্মিণীর হাত ধরে র‍্যাম্পওয়াকেও 'দাদাগিরি' সৌরভ গঙ্গোপাধ্যায়ের


বিভিন্ন সূত্রে জানা যায়, আপাতত তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ঋত্বিকা। করোনা পরিস্থিতির শুরু সময়ই তাঁর চেন্নাইয়ে শ্যুটিংয়ের জন্য যাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা বাতিল করেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে জানান, অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও সমানতালে চালিয়ে যেতে চান তিনি। অনেক ছোটবেলা থেকেই অভিনয় করছেন। কাজেই পড়াশোনা আর অভিনয়কে একসঙ্গে সামলানো একরকম অভ্যাসে পরিণত হয়েছে তাঁর।