মুম্বই: নতুন দল। প্রথমবার আইপিএল খেলতে নেমেছে তারা। প্লে অফে ওঠার লড়াইয়ে প্রবল দাবিদার। আর দলের অধিনায়ক কে এল রাহুলের (K L Rahul) ব্যাটও যেন শান দেওয়া তলোয়াড়। একের পর এক ম্যাচে হয় অর্ধশতরান, নয় শতরান হাঁকিয়েই যাচ্ছেন। এবার আরও একবার রাহুলের ব্যাট থেকে এল দুরন্ত অর্ধশতরানের ইনিংস। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমে তাঁর ব্যাটের ওপর ভর করেই প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৯৫ রান বোর্ডে তুলে নিল লখনউ সুপারজায়ান্টস।


রাহুলের দুরন্ত ৭৭


প্রতি ম্য়াচে নেমে রান করাটা যেন এবারের আইপিএলে অভ্যেসে পরিণত করে ফেলেছেন কে এল রাহুল। এদিনও তার ব্যতিক্রম হল না। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কে এল রাহুল। ওপেনিংয়ে কুইন্টন ডি ককের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন রাহুল। মাত্র ৪ ওভারেই ২ জনে মিলে বোর্ডে চল্লিশের ওপরে রান তুলে দিয়েছিলেন। লখনউ শিবিরে প্রথম আঘাত হানেন শার্দুল ঠাকুর। তিনি ফিরিয়ে দেন ডি কককে। ১৩ বলে ২৩ রান করে ফিরে যান তিনি। এরপরই দীপক হুডাকে সঙ্গে নিয়ে আবার ব্যাট হাতে ঝড় তুললেন লখনউ সুপারজায়ান্টস দলের অধিনায়ক কে এল রাহুল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শুরুটা একটু স্লথ হলেও ধীরে ধীরে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসেন রাহুল। শেষ পর্যন্ত ৫১ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই কর্ণাটকী। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান রাহুল।


দীপক হুডাও এদিন অর্ধশতরান হাঁকালেন। ৩৪ বলে ৫২ রানের ইনিংস খেলেন এই ডানহাতি স্টাইলিস্ট ব্যাটার। তিনি নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। লোয়ার অর্ডারে ক্রুণাল পাণ্ড্য ও মার্কাস স্টোইনিস মিলে দলের স্কোর দুশোর কাছাকাছি পৌঁছে দেন।


আরো পড়ুন: কাউন্টিতে রানের বন্যা, রেকর্ড গড়ে আজহারউদ্দিনের সঙ্গে এলিট লিস্টে পূজারা