কলকাতা: বড়পর্দায় প্রথমবার জুটি ইন্দ্রনীল সেনগুপ্ত (Indranil Sengupta) আর ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-র। ইন্দ্রাশীষ আচার্যর নতুন ছবি গুডবাই মাউন্টেন (Good Bye Mountain) দেখা যাবে এই দুই তারকাকে। এছাড়াও এই ছবিতে রয়েছেন, অনন্যা সেনগুপ্ত (Ananya Sengupta), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), জয়শ্রী মিমি অধিকারী (Jayashree Mimi Adhikary), অরুণ ঘোষ (Aryunn Ghosh), অরুণিমা পাল (Arunima Paul), শোভন সরকার (Sovan Sarkar), রীতম বন্দ্যোপাধ্যায় (Ritam Banerjee)।


ছবিটি নিয়ে পরিচালক বলছেন, 'গুডবাই মাউন্টেন' এর গল্পে প্রেম থাকলেও এটি আদ্যন্ত প্রেমের ছবি নয়। প্রেমের পাশাপাশি রয়েছে অপ্রেম, বিভিন্ন অনুভূতির দ্বন্দ্ব আবার এক রহস্য। অন্ধকার চারপাশে, সবখানে আলো নিভে যাওয়ার গল্প। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে, একদম নরম , সুন্দর, পেলব আর ভালোবাসার একটা গল্প যদি শোনানো যায় মানুষকে! নতুন জায়গায় , নতুনভাবে, সেই ভাবনা থেকেই থেকে গুডবাই মাউন্টেন এর পরিকল্পনা। কেরালার প্রযোজক Wayanad আমাদের যখন লোকেশান দেখান। তখন আমরা সিদ্ধান্ত নিলাম, পাহাড়ের ওপরে নিঃসঙ্গ একটা বাংলো তে দুজন মানুষের গল্প বলব।'


আরও পড়ুন: Oindrila on Swetkali: 'শ্বেতকালী'-র পুজোর রাতে একের পর এক মৃত্যু, রহস্য সমাধানে ওয়েব সিরিজে পা ঐন্দ্রিলার!


পরিচালক আরও বলছেন, 'সহজ স্বাভাবিক অথচ গভীর, অস্বাভাবিক হয়ে উঠতে পারে এমন গল্প। এই ছবিতে আমার প্রথম অরিজিনাল গান ব্যবহার হবে। একটা আধুনিক রণজয় ভট্টাচার্য সুর এবং কথা লিখেছেন। একটা লোকগীতি আমি লিখেছি, রণজয় সুর করেছে একদল যুবক যুবতী যারা হঠাৎ এসে হঠাৎ মিলিয়ে যায় অরণ্যের ভেতর তারা গাইবে। এই সময় দাঁড়িয়ে বন্ধনহীন প্রেমের গল্প বলা প্রয়োজন মনে হয়েছে। সব সময় রাজনীতি, রাহাজানি , খুন, জখমের বাইরে গিয়ে অন্যরকম এক সম্পর্কের গল্প তুলে ধরতে চেয়েছি।'                                                                                                                                                                               


গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন, এক পাহাড়ি বাংলো, তাতে দুজন মানুষ থাকেন।  শহর থেকে দূরে থাকার জন্য এরা এইরকমই থাকেন। যতটা আগলে রাখা যায় অপরজনকে। কিন্তু মাঝে মাঝে আরও কেউ আসেন। কিন্তু কেন? তাঁরা কিছু অধিকার দাবি করেন। কুয়াশাছন্ন মায়াবী প্রেমের ভেতর কিছু রহস্যজনক চরিত্র যাতায়াত করে। কী আছে এই যাতায়াতের শেষে? উত্তর মিলবে পর্দার গল্পে।