কলকাতা: 'তুমি বাংলা ছবির একজন আইকন ও শক্তি। ইন্ডাস্ট্রিতে আরও যশ হোক, উন্নতি করো। তুমি সবার অনুপ্রেরণা। শুভ জন্মদিন। শুভেচ্ছা' ট্যুইটারের দেওয়ালে ঝলমল করছে এই বার্তা। এই বার্তা যাঁর উদ্দেশে লেখা তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর তাঁর জন্মদিন। আর এই পোস্টের লেখিকা ঋতুপর্ণা সেনগুপ্ত।
আজ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। সকাল থেকে অনুরাগী থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা তাঁর প্রোফআইল ভাসালেন শুভেচ্ছাবার্তায়। পরমব্রত চট্টোপাধ্যায় থেকে শুরু করে ঋতাভরী চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যরা। সেই ভীড়ে সবার থেকে আলাদা হয়েও রয়ে গেল ঋতুপর্ণা সেনগুপ্তের শুভেচ্ছা।
আপাতত একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি প্রকাশ পেয়েছে 'শেষ পাতা' ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক। একজন বৃদ্ধের ভূমিকায় প্রিয় অভিনেতাকে দেখে চমকে উঠেছিলেন অনেকেই। নিজের লুক প্রকাশ করে চমক দেন অভিনেতা নিজেই। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে গার্গী রায়চৌধুরীকে। এই ছবিতে রয়েছে বিক্রম চট্টোপাধ্যায়ও।
অন্যদিকে আরও একটি নতুন ছবির কাজে হাত দিয়েছেন প্রসেনজিৎ। নাম, সাজঘর। তবে এই ছবিতে তাঁর বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে তা এখনও পাকা হয়নি।
১৯৮৬ সালের 'অমর সঙ্গী' ছবি যেন খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল প্রসেনজিৎ। সেই ছবির 'চিরদিনই তুমি যে আমার' গানটা ছাড়া প্রসেনজিৎ হয় না, এমনটাই মনে করেন নায়ক। কিশোর কুমারের জন্মদিনে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেছিলেন, '৩৫ বছর পরে এখনও চারিদিকে ভাইরাল হয়ে আছে কিশোর কুমারের 'চিরদিনই তুমি যে আমার'। বাংলার বাইরে এখনও অনেকে এই গানটিই গান। আমার সোশ্যাল মিডিয়ায় এখনকার নতুন প্রতিভারাও এই গান গাইছে। ওই গানটা আর প্রসেনজিৎতে শুরুর কাজ অমরসঙ্গী আজীবন জুড়ে থাকবে। আমি 'গুরুকে জানাই প্রণাম' নামে পর পর ৩ বছর একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। কেবলমাত্র কিশোর কুমারকে সম্মান জানানোর জন্য। ওনাকে উদযাপন করার জন্য। উনি মারা যাওয়ার ২৫ বছর পরেও কিশোর কুমারকে নিয়ে আজও একই রকম পাগলামো। উনি সবসময় আমার কাছে চিরনতুন থাকবেন।'