কলকাতা: লাল শাড়ি, সিঁদুরে রাঙা মুখ, বিষাদের সুরের মধ্যেও যেন আলো ছড়াচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-র হাসি। সোশ্যাল মিডিয়ায় সিঁদুরখেলার ছবি ভাগ করে নিলেন নায়িকা। 


আরও পড়ুন: Dona Ganguly: দশেরার উৎসব বাতিল করে অসুস্থ ডোনাকে দেখতে হাসপাতালে সৌরভ


ঢাকের বোলে উমা-বিদায়ের সুর। সেই মন খারাপের মধ্যেই বিজয়ার শুভেচ্ছা বিনিময়, প্রণাম, কোলাকুলি, একে অন্যকে মিষ্টিমুখ করানোর পালা। আর বিষাদের মধ্যেই সুরুচি সংঘে হাজির হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সিঁদুরে রাঙা হলেন, পা মেলালেন ঢাকের তালে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা। 


 





এরপর সোশ্যাল মিডিয়ায় আরও একটি ছবি শেয়ার করে নিয়েছেন ঋতুপর্ণা। সেখানেও রয়েছে তাঁর সিঁদুরখেলার ছবি। কমেন্টবক্সে অনুরাগীরাও শুভেচ্ছা জানান অভিনেত্রীকে।


 





এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলছেন, 'মায়ের কাছে প্রার্থনা করব আমরা যেন সবাই একসঙ্গে থাকতে পারি, সবাই সবার জন্য ভাবতে পারি। গত ২ বছরে আমরা যা যা খারাপ জিনিস দেখেছি, মৃত্যু দেখেছি সব যেন ভুলিয়ে দেন মা। এই বছর আমাদের দুর্গাপুজো বিশ্বজনীন হয়েছে। আমকা উদযাপন করছি সেই খুশি।