Xiaomi 12T Series: গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে শাওমি ১২টি (Xiaomi 12T Series) সিরিজ। এই স্মার্টফোন সিরিজে শাওমি ১২টি প্রো (Xiaomi 12T Pro) এবং শাওমি ১২টি (Xiaomi 12T)- এই দুই ফোন লঞ্চ হয়েছে। শাওমি ১২টি সিরিজের এই দুই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির CrystalRes AMOLED ডিসপ্লে।


ব্যাটারি এবং চার্জ- শাওমি ১২টি এবং শাওমি ১২টি প্রো- এই দুই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের হাইপারচার্জের সাপোর্ট। শাওমি সংস্থার দাবি, এই দুই ফোনে পুরো অর্থাৎ ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ১৯ মিনিট। আর প্রায় ১৩.৫ ঘণ্টা পর্যন্ত স্ক্রিন টাইম দিতে পারবে এই দুই ফোন।


ক্যামেরা ফিচার- শাওমি ১২টি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। অন্যদিকে শাওমি ১২টি প্রো ফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর।


র‍্যাম, স্টোরেজ এবং রঙ- শাওমি ১২টি সিরিজের ফোনের বিক্রি শুরু হবে ১৩ অক্টোবর থেকে। কেনা যাবে শাওমির অফিশিয়াল চ্যানেল থেকে। এই স্মার্টফোন সিরিজের দুটো ফোন অর্থাৎ শাওমি ১২টি এবং শাওমি ১২টি প্রো কালো, নীল এবং রুপোলি- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে আন্তর্জাতিক বাজারে।


শাওমি ১২টি প্রো ফোনে রয়েছে তিনটি ভ্যারিয়েন্ট। সেগুলি হল যথাক্রমে- ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।


অন্যদিকে শাওমি ১২টি ফোনে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেল।


শাওমি ১২টি- এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ আলট্রা প্রসেসর। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর রয়েছে।


শাওমি ১২টি- এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর। এই ফোনে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। শাওমির নিজস্ব advanced AI algorithms- এর সাপোর্ট রয়েছে এই ফোনে। ফুল রেজোলিউশনে ৮কে ভিডিও সাপোর্ট রয়েছে এই ফোনে।


শাওমি ১২টি সিরিজের দু’টি ফোন শাওমি ১২টি এবং শাওমি ১২টি প্রো ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ বেসড MIUI 13 out-of-the-box- এর সাহায্যে।


আরও পড়ুন- ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হল ওপ্পো এ১৭, দাম কত, কী কী বিশেষত্ব রয়েছে এই ফোনে