কলকাতা: অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) সঙ্গে প্রয়াত সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ির (Bappi Lahiri) সম্পর্ক কতটা মধুর ছিল, তা অজানা নয় কারও। বাপি লাহিড়ি যখন প্রয়াত হন, সেসময়ও আবেগপ্রবণ হতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর এবার তিনি জানিয়ে দিলেন যে, তাঁর পরবর্তী ছবি তৈরি হচ্ছে বাপি লাহিড়িকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে।


নতুন ছবি প্রসঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত-


বর্তমানে মুম্বইয়ে ছবির কাজে ব্যস্ত রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। জানা গিয়েছে, ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে, ছবিটি ডার্ক কমেডি কেন্দ্রিক। পরিচালনা করছেন রজন লালন পুরি। এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন গোবিন্দ নামদেব, রাজপাল যাদব, প্রেম চোপড়া, অনুপ জলোটা। এই ছবি দিয়ে আত্মপ্রকাশ হবে অঞ্জুমানের। নতুন ছবির প্রসঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, 'এই ছবিটা দারুণ একটা বিষয়ের উপর নির্ভর করে। ডার্ক কমেডি ঘরানায় এমন ছবি আগে দেখা যায়নি। প্রয়াত বাপি লাহিড়ির পক্ষ থেকে আমাকে এই ছবির জন্য আগেই প্রস্তাব দেওয়া হয়েছিল। এটাই ওঁর শেষ ছবি যাতে তিনি সুর দিয়েছিলেন। তাই এই ছবিটা আমি করব না, এমন কথা কখনও ভাবিনি। এই ছবিটা আমার কাছে ওঁকে শ্রদ্ধা জানানোরও আর ওঁকে নিয়ে উদযাপন করারও। এই মুহূর্তে ছবির শ্য়ুটিং প্রায় শেষ হয়ে গিয়েছে। আর আমি আমার চরিত্র প্রসঙ্গে অত্যন্ত উত্তেজিত।'


আরও পড়ুন - Sushant Singh Rajput: ফিরে দেখা, নেপোটিজম নিয়ে কী বলেছিলেন সুশান্ত?


ঋতুপর্ণা আরও বলেন, 'আশ্চর্যজনকভাবে এই ছবিটার সহ-প্রযোজকও প্রয়াত বাপি লাহিড়ি, ওঁর কন্যা রিমা লাহিড়ি এবং জামাই গোবিন্দ বনশল।' প্রসঙ্গত, টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত দীর্ঘদিন ধরে বাংলা এবং বলিউড উভয় ইন্ডাস্ট্রিতেই সমানভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সাম্প্রতিক হিন্দি থবি 'ইত্তর' তৈরি করছেন বীনা বক্সি। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে দীপক তিজোরিকে। ছবিটি তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। এছাড়াও আরও বেশ কিছু হিন্দি ছবিতে দেখা যাবে তাঁকে। আরবাজ খান এবং মহেশ মঞ্জরেকরের বিপরীতে 'কল ত্রিঘোরি' নামে একটি ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিগুলি মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি বাংলা ছবিতেও চুটিয়ে কাজ করছেন। চন্দন রায় সান্যালের বিপরীতে প্রেমের গল্প 'সল্ট'-এ দেখা যাবে তাঁকে। এবং রীতেশ দেশমুখের সঙ্গে কবির লালের ছবি 'অন্তর দৃষ্টি'তে অভিনয় করছেন ঋতুপর্ণা।