New Parliament Building: ইতিহাসের সাক্ষী হতে পারে ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট। নতুন সংসদ ভবনে আসন্ন বাজেট পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সাংসদ সোনল মান সিংহের ট্যুইট ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।


Sonal Mansingh Tweet: কী বলছেন সাংসদ ?


আগামী ১ ফেব্রুয়ারি ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পড়বেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শোনা যাচ্ছে ,নতুন সংসদ ভবনেই হতে পারে এই বাজেট পেশ। সাংসদ সোনাল মান সিংহের ট্যুইট বলছে, ৩১ জানুয়ারি নতুন সংসদ ভবনের লোকসভা থেকে সংসদের যৌথ অধিবেশন শুরু হবে । ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে সেই ভাবনের কাজ। সেখানেই রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ যৌথ অধিবেশনে প্রারম্ভিক ভাষণ দেবেন। এর পরদিনই নতুন সংসদ ভবনে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই খবরের সত্যতার জন্য নতুন সংসদ ভবনের একটি ছবিও ট্যুইট করেছেন সাংসদ। 



Central Vista Project: এই খবর কি সত্যি ?


রাজধানীর রাজপথে কান পাতলে শোনা যাচ্ছে, সোনাল মান সিংহের এই দাবি মিথ্যে নয়।একেবারে প্রস্তুতির শেষ পর্বে রয়েছে এই নতুন সংসদ ভবন নির্মাণের কাজ। আগামী সপ্তাহের মধ্যেই তৈর হয়ে দ্বার খুলে যাবে নতুন সংসদ ভবনের। ইতিমধ্যেই নতুন ভবনে যাওয়ার প্রবেশপত্র দেওয়া হচ্ছে সাংসদদের। যদিও সংবাদসংস্থা আইএনএস-এররিপোর্ট বলছে, নতুন ভবনে অর্থমন্ত্রীর বাজেট পড়বেন কিনা তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।


সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, পুরনো সংসদ ভবনের সঙ্গে নতুন ভবনের যোগসূত্রের জন্য মাঝের বাধা সরিয়ে দেওয়া হয়েছে। দুই পথের মধ্যে সৌন্দর্য্যায়নের কাজ চলছে। নতুন ভবনের সাজানোর কাজ আগামী সপ্তাহে শেষ না হলে নতুন লোকসভায় বাজেট পেশ করবেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে বাজেট সেশনের দ্বিতীয় পর্ব নতুন সংসদ ভবনেই অনুষ্টিত হবে।


আরও পড়ুন : এই নতুন অফিসেই প্রশ্নোত্তর, মুখোমুখি হবেন মোদি-রাহুল ! দেখুন ছবি