দোহা: কাতারের মাটিতে বসতে চলেছে আসন্ন ফুটবল বিশ্বকাপ (Fifa World Cup)। ২০০২ সালের পর এবার ফের একবার এশিয়ার মাটিতে বসতে চলেছে বিশ্বকাপ ফুটবল। ২১ নভেম্বর শুরু টুর্নামেন্ট। কিন্তু এখনও দামামা বেজে গিয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা ঘিরে। টিকিটের চাহিদা তুঙ্গে। প্রায় শেষও। আপনি কী যাচ্ছেন কাতার বিশ্বকাপ দেখতে? তাহলে আপনারও জেনে নেওয়া উচিত কয়েকটি বিষয় সম্পর্কে -


এই টুর্নামেন্টের অংশ হতে সারা বিশ্ব থেকে আনুমানিক ১.৫ মিলিয়ন ফুটবল প্রেমী মানুষ কাতারে আসতে চলেছেন। আরব বিশ্বে এই প্রথমবারের মতো ফুটবলের সবচেয়ে বড় এবং সর্বাধিক প্রত্যাশিত ইভেন্টের আয়োজন বলে কথা। কিন্তু যাঁরা প্রথমবার কাতারে পা রাখতে চলেছেন, তাঁরা ফুটবল ম্যাচ দেখার পাশাপাশি নিজেদের ভ্রমণের পরিকল্পনাও করে রাখতে পারেন। ঠিক কোথায় কােথায় যেতে পারেন আপনি, জেনে নিন।


মাহতাফ আরব মিউজিয়াম অব মডার্ন আর্ট: কতারের রাজধানী দোহা। আর এই দোহার সংস্কৃতির সঙ্গে জুড়ে রয়েছে এখানকার মাহতাব আরব মিউজিয়াম অব মর্ডান আর্ট। এটি একটি জাদুঘর। এখানে আরবের বিভিন্ন খ্যাতনামা শিল্পীদের বিভিন্ন ছবি, শিল্পকলা রয়েছে। আপনি সময় বের করে এখানে ঢুঁ মারতেই পারেন।


কাতার জাতীয় মিউজিয়াম: কাতারে যাচ্ছেন, আর সেখানকার ইতিহাস সম্পর্কে জানবেন না তা আবার হয় না কি! বিশ্বকাপের ম্যাচ দেখার ফাঁকেই এই মিউজিয়ামে চলে যেতে পারেন। এটি খুব সম্প্রতি উদ্বোধন হয়েছে। তবে আপনি সেই দেশের বাসিন্দা না হলে কিছু খরচ করতে হবে টিকিট কেনা বাবদ।


সিলাইন সমুদ্র সৈকত: দক্ষিণ কাতারের মরুভূমির টিলায় অবস্থিত সিলাইন সমুদ্র সৈকত অন্যতম জনপ্রিয়। দোহা থেকে মাত্র ৪০ মিনিটের দূরত্বে অবস্থিত এটি।


সেদেশের সবচেয়ে বড় ঐতিহ্যশালী বাজারগুলোর মধ্যে একটি সৌক ওয়াকিফ। যেখানে মশলা, আনাজপাতি ও ঐতিহ্যবাহী খাওয়ারের দোকান রয়েছে।


দ্য পার্ল কাতার: অদ্ভুত সুন্দর একটি দ্বীপ। প্রায় ৪ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই দ্বীপটি নির্মিত। এটি একটি কৃত্তিম দ্বীপ। খোলা ঝিনুকের মাঝে মুক্তোর মত দেখতে যা। এখানে বিলাসবহুল ইয়টে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে।


আরও পড়ুন: ''ওঁ ব্যতিক্রম, আবার প্রমাণ করল'', সিন্ধুর সাফল্যে কী বার্তা দিলেন মোদি?