রাগিনী এমএমএস রিটার্নস: শ্যুটিংয়ের সময় এ কী করলেন রিয়া! হতবাক সহ অভিনেতা নিশান্ত
সিনেমার প্রচারের জন্যও ওই দৃশ্য ফাঁস করা হতে পারে বলেও অনেকেই মনে করছেন।
উল্লেখ্য, সম্প্রতি সিনেমার একটি অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। ওই দৃশ্যে দেখা গিয়েছে রিয়া ও নিশান্তকে।
নিশান্ত সাক্ষাতকারে বলেছেন, এমনটা করার আগে রিয়ার অন্তত তাঁকে জানানো উচিত ছিল।
নিশান্ত একটি সাক্ষাত্কারে এমনই অভিযোগ করেছেন। তিনি বলেছেন, একটি অন্তরঙ্গ মুহুর্তের শ্যুটিংয়ের সময় ক্যামেরার সামনেই তাঁর প্যান্ট নামিয়ে দিয়েছিলেন রিয়া। রিয়া বলেছিলেন, এমনটা হলে নাকি মহিলা দর্শকদের তা পছন্দ হবে।
রিয়া শ্যুটিংয়ের সময় তাঁর সহ অভিনেতা নিশান্ত মালকানির প্যান্ট তাঁর অনুমতি না নিয়েই নামিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ।
এই ফিল্মের করিশ্মা শর্মার সঙ্গে রয়েছেন রিয়া সেনও। এবার বিতর্কে জড়ালেন রিয়া সেন।
এই সিনেমার দুটি সিকোয়েল হয়েছে। তৃতীয়টির শ্যুটিং চলছে। তৃতীয়টি ওয়েব সিরিজ ‘রাগিনী এমএমএস রিটার্নস’।
‘রাগিনী এমএমএস’ সিনেমা ঘিরে শুরু থেকেই বিতর্ক। কখনও অতিরিক্ত অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আবার কখনও কখনও বিভিন্ন সংগঠনের বিরোধিতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।