গোয়ার সৈকতে এভাবেই জন্মদিন পালন করলেন রিয়া সেন...
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Jan 2018 09:40 PM (IST)
1
সব ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
2
ইনস্টাগ্রামে ভীষণই জনপ্রিয় রিয়া। সেখানে তাঁর ৩ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। রিয়া প্রায়ই নিজের ছবি সেখানে পোস্ট করেন।
3
'স্টাইল' ছবিতে রিয়ার অভিনয় দর্শকদের পছন্দ হয়েছিল। অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেছেন রিয়া।
4
'স্টাইল', 'দিল নে জিসে আপনা কহা', 'কয়ামত', 'তুম হো না', 'আপনা সপনা মানি মানি', 'হে বেবি' সহ বহু ছবিতে অভিন করতে দেখা গিয়েছে রিয়াকে।
5
রিয়া সেনের জন্ম ১৯৮১ সালের ২৪ জানুয়ারি কলকাতায় হয়।
6
গোয়ায় জন্মদিন পালন করলেন অভিনেত্রী রিয়া সেন। পোস্ট করলেন সেই ছবি। গত ২৪ তারিখ জন্মদিন ছিল রিয়ার। ছবিতে রিয়াকে দারুন সুন্দর দেখাচ্ছে।