মুম্বই: রাজ কপূরের স্মৃতি বিজড়িত আর কে স্টুডিও শেষমেষ বিক্রিই হয়ে গেল। মুম্বইয়ের চেম্বুরের এই স্টুডিও কিনে নিয়েছে গোদরেজ প্রপার্টিজ। জানা যাচ্ছে, ৫০-৬০ কোটি টাকায় আর কে স্টুডিও কিনে নিয়েছে তারা।

গোদরেজ প্রপার্টিজের চেয়ারম্যান ফিরোজশাহ গোদরেজ জানিয়েছেন, তাঁদের পোর্টফোলিওয় ঐতিহাসিক আর কে স্টুডিও সামিল হয়েছে। ২.২০ একর জমিতে তৈরি এই স্টুডিওর আশেপাশে প্রায় ৩৩হাজার বর্গমিটার জমিতে আধুনিক লাক্সারি অ্যাপার্টমেন্ট ও শপিং কমপ্লেক্স গড়ে তুলবেন তাঁরা। চেম্বুরের আশপাশের এলাকায় বাণিজ্যিক সম্পত্তির মূল্য এই মুহূর্তে ২৪,০০০-২৮,০০০ টাকা প্রতি বর্গ ফুট।



ফিরোজশাহ গোদরেজ জানিয়েছেন, দেশের গুরুত্বপূর্ণ শহরগুলির গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নিজেদের কোম্পানির অস্তিত্ব আরও মজবুত করতে চান তাঁরা। তাঁদের আবাসনের বাসিন্দাদের উৎকৃষ্ট জীবনযাত্রা উপহার দিতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।

১৯৪৮ সালে রাজ কপূর আর কে স্টুডিও স্থাপন করেন। বলিউডকে বহু হিট-সুপারহিট ছবি উপহার দিয়েছে এই স্টুডিও। ১৯৪৮-এ এখানে হয় আগ ছবির শ্যুটিং, ১৯৪৯-এ বরসাত ছবিটি বক্স অফিসে রীতিমত জনপ্রিয় হয়। তবে দীর্ঘদিন স্টুডিওটি চলচ্চিত্র সংক্রান্ত কাজে ব্যবহৃত হয়নি। ২০১৭-র সেপ্টেম্বরে আগুন লেগে এটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।