নয়াদিল্লি: মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু হল জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী (Bhojpuri Actress) আঁচল তিওয়ারির (Aanchal Tiwari Death)। সোমবার জানা যায় বিহারের (Bihar) কাইমুর (Kaimur) অঞ্চলে পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ হারালেন ৯ জন, তাঁদের মধ্যে ৪ জনই ছিলেন ভোজপুরি সিনেমার (Bhojpuri Cinema) উঠতি শিল্পী। মৃত্যু হয়েছে গায়ক ছোটু পাণ্ডেরও (Chhotu Pandey)। 


মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভোজপুরি সিনে দুনিয়ার ৪ উঠতি তারকার


একটি পথ দুর্ঘটনায় প্রাণ হারান ৯ জন। সোমবার প্রকাশিত পুলিশের বিবৃতি অনুযায়ী, তাঁদের অন্যতম ভোজপুরি গায়ক ছোটু পাণ্ডে। বিহারের কাইমুর জেলায় ট্রাক, এসইউভি গাড়ি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে তাঁদের। এছাড়াও ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভোজপুরি অভিনেত্রী সিমরণ শ্রীবাস্তব। প্রসঙ্গত, আঁচল তিওয়ারি অভিনয় করেছেন জনপ্রিয় ওয়েব সিরিজ 'পঞ্চায়েত ২'-এ।


স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এই ঘটনা ঘটেছে রবিবার সন্ধ্যাবেলা নাগাদ মোহানিয়া থানা চত্বরের দেবকালী গ্রামের কাছে জিটি রোডের ওপর। মোহানিয়া থানার ডিএসপি দিলীপ কুমার জানান সোমবার মৃতদের দেহ শনাক্ত করা হয়েছে এবং ভোজপুরি গায়ক বিমলেশ পাণ্ডে ওরফে ছোটু পাণ্ডে মৃতদের অন্যতম। শনাক্তকরণে জানা যায় মৃতদের বাকিরা আঁচল তিওয়ারি, সিমরণ শ্রীবাস্তব, প্রকাশ রাম, দধিবল সিংহ, অনু পাণ্ডে, শশী পাণ্ডে, সত্য প্রকাশ মিশ্র ও বাগীশ পাণ্ডে। 


ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি নিজের এক্স (পূর্ববর্তী ট্যুইটার) হ্যান্ডলে এদিন লেখেন, 'কাইমুর জেলার মোহানিয়া থানা এলাকায় জাতীয় সড়ক ২-এ দেবকালীর কাছে একটি ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় একাধিক মানুষের মৃত্যুতে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আহতদের যথাযথ চিকিৎসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'


আরও পড়ুন: Bade Miyan Chote Miyan: লখনউয়ে অক্ষয়-টাইগারের ছবির প্রচার অনুষ্ঠানে বেলাগাম ভিড়ে ধুন্ধুমার, লাঠিচার্জ পুলিশের


প্রসঙ্গত, গত বছর এই ফেব্রুয়ারি মাসেই পথ দুর্ঘটনায় প্রাণ হারান বাংলার জনপ্রিয় ইউটিউবার অমিত মণ্ডল। এক মঙ্গলবার বিকেলে পথ দুর্ঘটনায় পড়েন অমিত। গুরুতর জখম হন তিনি (Youtuber Dies)। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় সেই রাতেই কলকাতা আনা হয় তাঁকে। ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। অভাবের সংসারে বেড়ে ওঠা অমিত, সবে সাফল্যের স্বাদ পেয়েছিলেন যিনি, মাঝপথে সব ছেড়ে চলে যেতে হয় তাঁকে। এসএসকেম হাসপাতালে মৃত্যু হয় অমিতের। পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের মুন্সিরহাট এলাকায় দুর্ঘটনার প্রকোপে পড়েছিলেন অমিত। দুর্ঘটনায় পড়ে একটি স্কুটার। তাতে অমিত-সহ মোট তিন জন গুরুতর জখম হয়েছিলেন। তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় অমিতকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।