Flexi Cap Funds: সাধারণভাবে দেখতে গেলে যে সমস্ত ব্যক্তি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাঁদের মধ্যে বেশিরভাগই সেই ফান্ড হাউজগুলির পাস্ট পারফরম্যান্স দেখে এবং বিচার করেই ফান্ড নির্বাচন করেন। কিন্তু বিনিয়োগ বিশেষজ্ঞরা অনেকেই জানিয়েছেন যে এই অতীতের পারফরম্যান্স কখনই একটি ফান্ড হাউজের প্রকৃত বিচারের মানদন্ড হতে পারে না। অতীতে ভাল রিটার্ন দিয়েছে মানে ভবিষ্যতেও ভাল রিটার্ন দেবে এমন কোনও কথা নেই। এখানে এমন ৫ ফ্লেক্সি ক্যাপ ফান্ডের (Flexi Cap Fund) হদিশ রইল যেগুলিতে বিনিয়োগ করলে বিগত ৫ বছরে বার্ষিক ২০ শতাংশ হারে রিটার্ন পেতেন।


ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড কী


এই আলোচনা শুরুর আগে আমাদের বুঝে নিতে হবে ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড (Flexi Cap Fund) ঠিক কী ধরনের হয়। এক্ষেত্রে বাজারগত মূলধনের উপর নির্ভর করে যে কোনও রকম শেয়ারে বিনিয়োগের ফ্লেক্সিবিলিটি থাকে এই ধরনের ফান্ডে। অর্থাৎ এই সমস্ত ফান্ডে লার্জ ক্যাপ, মিডক্যাপ এবং স্মলক্যাপ তিন ধরনের শেয়ারই থাকে। তবে এক্ষেত্রে শুধুমাত্র ফান্ডে নিবেশিত মোট আমানতের ৬৫ শতাংশ ইকুইটি ও ইকুইটি সংক্রান্ত অন্যান্য অ্যা অ্যাসেটের মধ্যে বিনিয়োগ করা হয়। এই ক্যাটাগরির অধীনে ৩৮টি স্কিম রয়েছে যেগুলির মোট AUM ৩.৩৪ লাখ কোটি টাকা। ইকুইটি সংযুক্ত স্কিমের ক্ষেত্রে লার্জ ক্যাপ ফান্ডের পরে এই ফ্লেক্সিক্যাপ ফান্ডেই মোট ২.৯৯ লাখ কোটি টাকা সম্পদ রয়েছে।


সেরা ৫ ফ্লেক্সিক্যাপ ফান্ড


এই তালিকায় রয়েছে কোয়ান্ট ফ্লেক্সিক্যাপ ফান্ড, জেএম ফ্লেক্সিক্যাপ ফান্ড, পরাগ পারেখ ফ্লেক্সিক্যাপ ফান্ড, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফ্লেক্সিক্যাপ ফান্ড এবং এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড। ২১ ফেব্রুয়ারি AMFI কর্তৃক প্রদত্ত তথ্য থেকে জানা যায় এই সমস্ত ফান্ডে (Flexi Cap Fund) টাকা রাখলে বছরে ২১ থেকে ৩১ শতাংশ পর্যন্ত রিটার্ন মিলেছে। সবথেকে বেশি ৩১.১১ শতাংশ বার্ষিক রিটার্ন মিলেছে কোয়ান্ট ফ্লেক্সিক্যাপ ফান্ডে, সর্বনিম্ন ২১.১১ শতাংশ রিটার্ন মিলেছে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ডে। কোয়ান্ট ফ্লেক্সিক্যাপ ফান্ডে কেউ যদি ৫ বছর আগে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন তাহলে তা আজকের দাঁড়িয়ে ৩.৯০ লাখ টাকায় পরিণত হত। জেএম ফ্লেক্সিক্যাপ ফান্ডে বিগত ৫ বছরে বার্ষিক ২৩.৯২ শতাংশ রিটার্ন দিয়েছে, পরাগ পারেখ ফান্ডেও একই হারে রিটার্ন মিলেছে।   


(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Best Stocks: এক বছরে এক লাখ হয়েছে সাড়ে তিন লাখ, এখন আপনার বিনিয়োগ করা উচিত?