মুম্বই: ১০ বছর আগে মুক্তি পেয়েছিল জনপ্রিয় বলিউড ছবি 'রকস্টার' (Rockstar)। প্রথমবার নিজেকে 'রকস্টার'-র চরিত্রে পর্দায় ফুটিয়ে তুললেন বলিউড অভিনেতা রণবীর কপূর (Ranbir Kapoor)। পরিচালক ইমতিয়াজ আলির জনপ্রিয় এই ছবিতে অভিনয় করেছিলেন রণবীর কপূর এবং নার্গিস ফকরি। রোম্যান্টিক- মিউজিক্যাল ড্রামা 'রকস্টার'-র গল্পই শুধু প্রশংসিত হয়নি। তার সঙ্গে জনপ্রিয় হয়েছিল ছবির গান। 'সড্ডা হক' থেকে 'নাদান পড়িন্দে', 'যো ভি ম্যায়', প্রতিটা গান এতটাই জনপ্রিয় হয়েছিল যে, আজও তা লোকের মুখে ঘোরে, মোবাইলে বাজে। ২০১১-তে মুক্তি পাওয়া 'রকস্টার' শুধু দর্শকদেরই প্রশংসা অর্জন করে নেয়নি। পাশাপাশি সমালোচকদেরও মন জিতে নিয়েছিল। তার সঙ্গে প্রশংসিত হয়েছিল রণবীর কপূরের অভিনয়। 


আরও পড়ুন - Vicky Kaushal-Katrina Kaif Wedding: ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ের প্রসঙ্গে কী বলছেন ভিকি কৌশলের প্রাক্তন প্রেমিকা?


'সোচা না থা', 'যব উই মেট', 'লভ আজ কাল'-র মতো একাধিক ছবি পরিচালনা করেছেন পরিচালক ইমতিয়াজ আলি। তাঁর পরিচালিত অন্যান্য ছবিগুলির মতোই জনপ্রিয় হয় 'রকস্টার'। ছবিতে সুর দিয়েছিলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। 'রকস্টার' ছবির ১০ বছর পূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির পোস্টার দিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি। 


'মাদ্রাস ক্যাফে', 'ম্যায় তেরা হিরো', 'হাউজফুল থ্রি' অভিনেত্রী নার্গিস ফকরির কেরিয়ার শুরু হয় 'রকস্টার' ছবির হাত ধরে। রণবীর কপূরের বিপরীতে তাঁকেও পছন্দ করেছিলেন দর্শকরা। যদিও এই ছবির পরই রণবীর কপূরের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা যায়। কিন্তু রণবীর কপূর কিংবা নার্গিস ফকরি কখনও তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।


প্রসঙ্গত, রণবীর কপূরের কেরিয়ারেও একটা মাইলস্টোন হয়ে রয়েছে 'রকস্টার'। এই মুহূর্তে তিনি একাধিক ছবির কাজে ব্যস্ত রয়েছেন। খুব শীঘ্রই তাঁকে একাধিক ছবিতে দেখা যাবে। রণবীর কপূরের জন্মদিন উপলক্ষে কয়েকদিন আগেই যশরাজ ফিল্মস তাদের আগামী ছবি 'শামশেরা'র পোস্টার এবং ফার্স্ট লুক প্রকাশ করে। একাড়াও তাঁর হাতে রয়েছে ব্রহ্মাস্ত্র এবং আরও বেশ কিছু ছবি।