মুম্বই: বক্স অফিসে সাফল্য যে আসবে, তা আগে থেকেই খানিকটা আন্দাজ করা যাচ্ছিল। বাধ সাধছিল করোনার সংক্রমণের আশঙ্কা। তাই বেশ কিছুটা সাহসী পদক্ষেপ নিয়েই সিনেমাহলে ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty) এবং 'সূর্যবংশী' (Sooryavanshi) টিম। কিন্তু করোনা সংক্রমণের আশঙ্কা পেরিয়েও যে দর্শকরা এভাবে সিনেমাহলমুখী হবেন, তা যেন প্রমাণ করে দিল অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ অভিনীত 'সূর্যবংশী'।


উৎসবের মরশুমে সিনেমাহলে মুক্তি পায় 'সূর্যবংশী'। দীপাবলি, ভাইফোঁটায় দুর্দান্ত ব্যবসা করার পর, বক্স অফিসের সাফল্য ধরে রেখেছে এই ছবি। আর তাতেই মাত্র পাঁচদিনের বক্স অফিস কালেকশনে একশো কোটির ক্লাবে পৌঁছে গেল 'সূর্যবংশী'। যদিও আন্তর্জাতিক ক্ষেত্রে আগেই একশো কোটির ক্লাবে পৌঁছে গিয়েছিল। এবার দেশের বক্স অফিস কালেকশনেও একশো কোটির ক্লাবে ঢুকে পড়ল।


আরও পড়ুন - Darsheel Safary Updates: 'তারে জমিন পর'-র ছোট্ট ইশানকে মনে আছে? কেমন দেখতে হয়েছে এখন তাঁকে?


ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ (Taran Adarsh) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'সূর্যবংশী'-র বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট করা বক্স অফিস কালেকশন থেকেই জানা যাচ্ছে, শুক্রবার দীপাবলির দিন এই ছবি ব্যবসা করেছে ২৬.২৯ কোটি টাকার, শনিবার ২৩.৮৫ কোটি টাকার, রবিবার ২৬.৯৪ কোটি টাকার, সোমবার ১৪.৫১ কোটি টাকার, মঙ্গলবার ১১.২২ কোটি টাকার। সব মিলিয়ে পাঁচদিনে মোট ১০২.৮১ কোটি টাকার ব্যবসা করেছে রোহিত শেট্টির 'সূর্যবংশী'।





>


 


করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে সিনেমাহল বন্ধ ছিল। ফলে সিনেমাহলের ব্যবসা খুবই ক্ষতির মুখে পড়ে। পাশাপাশি বলিউডেও বেশ কিছু ছবি তৈরি হয়ে যাওয়ার পরও মুক্তির অপেক্ষায় দিন গুনছিল। মহারাষ্ট্র সরকারের সিনেমাহল খোলার ঘোষণার পরই পরিচালক রোহিত শেট্টি জানিয়ে দিয়েছিলেন যে, দীপাবলিতেই মুক্তি পাবে তাঁর মাল্টিস্টারার ছবি 'সূর্যবংশী'। ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শও জানাচ্ছেন যে, মহারাষ্ট্র এবং গুজরাটেই সবথেকে বেশি ভালো ব্যবসা করেছে এই ছবি। 


প্রসঙ্গত, 'সূর্যবংশী'-তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। এছাড়াও দুটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন এবং রণবীর সিংহ।