মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু যে ভাবে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তাতে মানুষের মুখে মুখে এখন ঘুরছে শুধুই নেপোটিজম প্রসঙ্গ। যারা নেপোটিজম-এর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন, মানুষ তাদের বিরুদ্ধে সরব হয়েছে। বহু অভিনেতা ও অভিনেত্রী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন। দ্রুত ইনস্টাগ্রামে ফলোয়ার খুইয়েছেন কর্ণ জোহর, আলিয়া ভট্ট, টাইগার শ্রফ, সোনম কাপুর ও একতা কাপুরের মতো হাই প্রোফাইল ব্যক্তিত্বরা। পরিস্থিতি এমনই দাঁড়়িয়েছে যে সোনমের বোন রিয়া কাপুর সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি পর্যন্ত পেয়েছেন।
এই ঘটনার সূত্র ধরেই কর্ণ জোহর সম্প্রতি বহু সেলিব্রিটি অভিনেতাকে সোশ্যাল মিডিয়ায় আন-ফলো করে দিয়েছেন।ইস্তফা দিয়েছেন এমএএমআই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের বোর্ড থেকে।আর এ বার সোশ্যাল মিডিয়ায় চিত্র সমালোচক সাহিল সান্দ-এর বক্তব্য থেকে এটা সম্পূর্ণ পরিস্কার হয়ে গেল যে রোহিত শেঠি ও অক্ষয় কুমার, কর্ণ জোহরের ধর্মা প্রোডাকশন থেকে সরে এসেছেন এবং ‘সূর্যবংশী’ ছবিতে তাঁদের যে অংশীদারিত্ব ছিল তা প্রত্যাহার করে নিয়েছেন।