হার্দিক কয়েকদিন আগেই তাঁর পুশ আপ দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। ভিডিওতে দেখা গিয়েছিল, প্রত্যেকবার পুশ আপ দেওয়ার সময় শূন্যে শরীর ভাসিয়ে দিচ্ছেন বঢোদরার অলরাউন্ডার। তারপর আবার নিখুঁতভাবে দুহাতের ওপর ল্যান্ডিং করছিলেন। হার্দিক লিখেছিলেন, ‘আরও শক্তিশালী। আরও ফিট। এখনও পদ্ধতিটা চলছে। ক্রুণাল পাণ্ড্য, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। দেখি তুমি কটা করতে পারো।’
তবে ক্রুণালের হয়ে চ্যালেঞ্জটা গ্রহণ করে নিলেন বিরাট। তিনি ট্রেনিংয়ের একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে কোহলিকেও দেখা যাচ্ছে পুশ আপ দেওয়ার সময় শূন্যে শরীর ভাসিয়ে দিচ্ছেন। তবে প্রত্যেকবার শরীর শূন্যে ছুড়ে দুহাতে হাততালি দিয়ে নিখুঁত ল্যান্ডিং করছিলেন। বিরাট লেখেন, ‘এই যে হার্দিক পাণ্ড্য। তোমার শূন্যে শরীর ভাসিয়ে পুশ আপ দারুণ লাগল। আমি শুধু তার সঙ্গে ছোট্ট একটা হাততালি যোগ করে দিলাম।’ বিরাটের সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
করোনার জেরে ভারতীয় ক্রিকেটারেরা কার্যত গৃহবন্দি। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, মাঠে নেমে অনুশীলন করার আগে আরও অপেক্ষা করতে হবে কোহলিদের।