হায়দরাবাদ: শ্যুটিং ফ্লোরে দুর্ঘটনার শিকার পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty Injured)। তবে আঘাত গুরুতর নয়। এবং এরই মধ্যে তিনি ফের কাজেও ফিরেছেন। 


চোট সারিয়ে ফের শ্যুটিংয়ে ফিরলেন রোহিত শেট্টি


রোহিত শেট্টির (Rohit Shetty) আগামী পরিচালিত ছবি 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এর (Indian Police Force) শ্যুটিং সেটে আহত হন খোদ পরিচালকই। তাঁর আহত হওয়ার পর সেটে ফেরার খবর ছবির প্রধান অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান। শেয়ার করেন একটি ভিডিও।


সেই ভিডিওয় দেখা যাচ্ছে সিদ্ধার্থ বলছেন, 'আমাদের ওজি অ্যাকশন মাস্টার আজ ফিরে এসেছেন সেটে এক অপ্রত্যাশিত দুর্ঘটনার পর।' অভিনেতার কথাতেই জানা যায় যে দুর্ঘটনার পর ১২ ঘণ্টাও কাটেনি, তার মধ্যেই ফিরে এসেছেন রোহিত। সিদ্ধার্থের কথায় তিনি 'রকস্টার'। শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানান রোহিত শেট্টি। 


 






প্রসঙ্গত, শনিবার, রোহিত শেট্টি মুখপাত্র একটি বিবৃতি জারি করে পরিবারের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ দেন। তিনি বলেন, 'গতরাতে আগামী ওয়েব সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্সের জন্য একটি অ্যাকশন সিক্যোয়েন্স করতে গিয়ে আঙুলে সামান্য চোট পেয়েছেন রোহিত শেট্টি। সঙ্গে সঙ্গে তার চিকিৎসা করা হয়। এর খানিক পরেই শ্যুটিং পুনরায় শুরু করেন তিনি।'


 






আরও পড়ুন: Bengali Serial Update: দেবী সাবিত্রীর আখ্যান নিয়ে তৈরি 'সাবিত্রী মায়ের ব্রতকথা' আসছে


এর কয়েক ঘণ্টা রোহিত শেট্টি নিজেই সেট থেকে একটি ছবি শেয়ার করেন। সকলকে  দ্রুত আরোগ্য কামনা করার জন্য ধন্যবাদ জানান। দুই আঙুলে সেলাই পড়েছে তাঁর। শ্যুটিং চলছে হায়দরাবাদে। প্রসঙ্গত, এই সিরিজে দেখা মিলবে বিবেক ওবেরয় ও শিল্পা শেট্টিরও। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে দেখা যাবে এই সিরিজ।