মুম্বই: ‘সিংঘম’ ও ‘সিম্বা’ খ্যাত প্রযোজক-নির্দেশক রোহিত শেট্টি নতুন একটি গাড়ি কিনলেন। গাড়িটির দাম প্রায় তিন কোটি টাকা বলে জানা গিয়েছে। নতুন এই গাড়ি ল্যাম্বরঘিনি উরুসের পাশে দাঁড়িয়ে তোলা  রোহিতের ছবি  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।




গাড়িতে রয়েছে আট সিলিন্ডার এবং এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ৩০৫ কিমি। মাত্র ৩.৬ সেকেন্ডে শূন্য থেকে ঘন্টায় ১০০ কিমিতে পৌঁছে যেতে পারে এই গাড়ির গতি। একবারে গাড়িটিতে ৮৫ লিটার জ্বালানি ভরা যায় এবং প্রতি লিটারে গড়ে ৮ কিমি চলে।

উল্লেখ্য, রোহিতের গাড়ি-প্রীতির কথা কারুর অজানা নয়। তাঁর গ্যারাজে ফোর্ড মাস্টাং ও রেঞ্জ রোভার্স স্পোর্টসের মতো গাড়ি রয়েছে।

রোহিতের সিনেমা গাড়ি নিয়ে প্রচুর অ্যাকশন দৃশ্য থাকে। তাঁর সিনেমায় মাঝেমধ্যেই হলিউডের স্টাইলে গাড়ি উড়ে যেতে দেখা যায়।

সিংঘম, সিংঘম ২ , সিম্বার পর সূর্যবংশী সিনেমার মাধ্যমে ফের বড় পর্দায় ফিরছেন রোহিত।