নয়াদিল্লি: বহু প্রতীক্ষার অবসান। প্রকাশ্যে এল রোহিত শেট্টি (Rohit Shetty) পরিচালিত 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এর (Indian Police Force) নতুন পোস্টার (New Poster)। সিরিজ মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওয়। এই নতুন পোস্টারে দেখা মিলল তিন তারকার। সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra), শিল্পা শেট্টি (Shilpa Shetty) ও বিবেক ওবেরয়কে (Vivek Oberoi) দেখা গেল প্রথম পোস্টারে। নতুন মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। 

Continues below advertisement

প্রকাশ্যে 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এর নতুন পোস্টার ও মুক্তির তারিখ

শনিবারই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে আগামী সিরিজের নতুন পোস্টার শেয়ার করেন পরিচালক রোহিত শেট্টি। তিনি লেখেন, 'আপনারা আমাদের ভালবাসা দিয়েছেন এবং আজ আমরা যেখানে সেখানে আপনারাই পৌঁছে দিয়েছেন 'সিঙ্ঘম' 'সিঙ্ঘম রিটার্নস', 'সিম্বা' ও 'সূর্যবংশী'র মাধ্যমে। এবং আমি নিশ্চিত, আপনারা প্রেক্ষাগৃহে এসে 'সিঙ্ঘম রিটার্নস' দেখেও একই পরিমাণ ভালবাসা দেবেন। কিন্তু তার আগে... আমরা নিয়ে আসছি আমাদের ডিজিট্যাল কপ ইউনিভার্স! ইন্ডিয়ান পুলিশ ফোর্স। আমার নতুন অফিসারদের সঙ্গে আলাপ করুন... ১৯ জানুয়ারি ২০২৪ থেকে... অ্যামাজন প্রাইম ভিডিওয়।'

Continues below advertisement

 

এই পোস্টার শেয়ার করেছেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রও। লিখেছেন, 'লোকেশন পরিষ্কার। টার্গেট লকড। ফোর্স আসছে। রোহিত শেট্টির কপ ইউনিভার্সের জন্য রিপোর্ট করছি, সশস্ত্র এবং স্ট্রাইকের জন্য তৈরি।' নতুন রিলিজ ডেটের সঙ্গে প্রকাশ্যে এসেছে পোস্টার। 

আরও পড়ুন: Kangana Ranaut: দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের জন্য 'তেজস' ছবির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন কঙ্গনার

এর আগে, এই 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এর মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৩ অর্থাৎ চলতি বছরের দীপাবলিতে। কিন্তু তা পিছিয়ে মুক্তির আনুমানিক তারিখ স্থির করা হয় ৮ ডিসেম্বরে। যদিও প্রথমে মনে করা হয় যে সলমন খান ও ক্যাটরিনা কাইফের 'টাইগার ৩'-এর জন্য তারিখ পিছিয়ে দেওয়া হয়, পরবর্তীকালে জানা যায় যে ভিএফএক্সের প্রচুর কাজ ও পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থাকায় রোহিত শেট্টির সিরিজ পরে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।       

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial