মুম্বই : সিনেমাপ্রেমীদের মনে দীর্ঘদিন ধরে একটাই প্রশ্ন। রোহিত শেট্টি পরিচালিত সুর্যবংশী ছবি রিলিজ করবে কবে। সেই কবে থেকে ছবির টিজার প্রকাশিত হয়েছে। মাল্টিস্টারার ছবি বলে কথা। কিন্তু, করোনা অতিমারীর জেরে, সবকিছুই যখন বন্ধ হয়ে গেল, তখন আর সূর্যবংশীর মতো বিগ বাজেটের ছবি মুক্তি পায় কীভাবে!তাই সূর্যবংশী রিলিজ করছে কবে, এর উত্তর নেই আজও। সূর্যবংশী ছবিতে অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমার, অজয় দেবগন, রণবীর সিংহ এবং ক্যাটরিনা কাইফের মতো তারকাকে। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের এই ছবির প্রযোজনা করছে রোহিত শেট্টি পিকচার্স এবং ধর্মা প্রোডাকশন ও কেপ অফ গুড ফিল্মস।
অন্যদিকে, আগামী ১৭ জুলাই থেকে ছোট পর্দায় শুরু হচ্ছে খতরোঁ কা খিলাড়ি-র একাদশতম সিজন। সেই উপলক্ষেই সাংবাদিক বৈঠক করছিলেন শো-এর হোস্ট রোহিত শেট্টি। স্বাভাবিকভাবেই তাঁর কাছে প্রশ্ন আসে, তাঁর সূর্যবংশী সিনেমা রিলিজ করছে কবে? তখনই পরিচালক রোহিত জানিয়ে দেন, যখন সারা আবার সিনেমা হল খুলবে, তখনই রিলিজ করবে সূর্যবংশী। তিনি বলেন, 'সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, টিকাকরন। যখন দেশের সব মানুষ টিকা নিয়ে ফেলবে, তখনই পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হবে। তাই আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে। কারণ, পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। খেয়াল করে দেখবেন, এখনও অন্য অনেক দেশে করোনার প্রকোপ বাড়ছে। তাই আমরা সবকিছু ভুলে গেলাম। আর ছুটির দিনে হই-হই করে বেরিয়ে পড়লাম।-এমনটা করলে কিন্তু হবে না।'
৪৮ বছর বয়সী বলিউডের অন্যতম সফল পরিচালক রোহিত শেট্টি আরও বলেন, 'আমাদের সকলের এখন একটাই প্রার্থনা, যাতে আবার আগের মতো কাজ শুরু করতে পারা যায়। তার আগে আমাদের প্রিয়জনদের, সহকর্মীদের পাশেও থাকতে হবে। তাঁদের ভরসাও জোগাতে হবে। বুঝতে হবে, টিকাকরনটাই একমাত্র পথ। মাত্র কয়েক মাসের মধ্যেই দেশের সব মানুষের টিকা নেওয়া হয়ে যাবে। তাহলেই আমাদের দেশ আগের মতো স্বাভাবিক হবে। আরও একটা কথা মনে রাখতে হবে, কেউ যেন না ভাবি, সব তো ঠিকই হয়ে গিয়েছে। আরও একবার ফের সংক্রমণ ছড়িয়ে পড়তে কিন্তু বেশি সময় লাগবে না। এমনটা হলে আবার সবকিছু বন্ধ হয়ে যাবে।'
প্রসঙ্গত, এবারের খতরো কি খিলাড়ির অনেকদিন শুটিং হয়েছে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে। এবার শো-এ থাকবেন গায়ক রাহুল বৈদ্য, অভিনেত্রী শ্বেতা তিওয়ারি, অর্জুন বিজলানি, অভিনব শুক্ল, দিব্যাঙ্কা ত্রিপাঠি, আস্থা গিল, সৌরভ রাজ জৈন, ম্যাহেক চাহাল, অনুষ্কা সেন, সানা মকবুল, নিক্কি তাম্বোলি, বিশাল আদিত্য সিং এবং বরুন সুদের মতো সেলিব্রিটি প্রতিযোগীরা।