মুম্বই: 'সূর্যবংশী'র (Sooryavanshi) মুক্তির পরই আলোচনায় এসেছে 'সিংঘম থ্রি'-র (Singham 3) কথা। কবে ফের 'সিংঘম' রূপে দেখা পাওয়া যাবে অজয় দেবগনের (Ajay Devgn)? তা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। কবে মুক্তি পাবে কপ ড্রামা 'সিংঘম থ্রি'? জানাচ্ছেন পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty)।


চলতি বছর দীপাবলিতে মুক্তি পেয়েছে পরিচালক রোহিক শেট্টির নতুন ছবি 'সূর্যবংশী'। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন আটকে থাকার পর মুক্তি পেতেই দর্শকদের মন জিতে নিয়েছে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। আবার গুরুত্বপূর্ণ দুটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন এবং রণবীর সিংহ। করোনা পরিস্থিতিতে যেখানে ওটিটি প্ল্যাটফর্মই ছবি মুক্তির একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল। সেখানে সাহসী পদক্ষেপ নিয়ে সিনেমাহলে মুক্তি হয়েছে 'সূর্যবংশী'-র। করোনা সংক্রমণের আশঙ্কায় কত দর্শক টিকিট কেটে সিনেমাহলে ছবি দেখতে আসবেন, তা নিয়েও আশঙ্কা ছিল। কিন্তু মাল্টিস্টারার 'সূর্যবংশী' সমস্ত প্রত্যাশাকে ছাপিয়ে ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে।


আরও পড়ুন - Rajkummar-Patralekhaa Wedding Venue: রাজকুমার রাও-পত্রলেখার বিয়ের বিলাসবহুল ভেন্যুর এক রাতের খরচ কত?


পিটিআই সূত্রে খবর পাওয়া গিয়েছে যে, 'সিংঘম থ্রি' নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন পরিচালক রোহিত শেট্টি। 'সিম্বা' পরিচালক জানিয়েছেন যে, আগামী বছর শুরু হতে পারে 'সিংঘম থ্রি' ছবির শ্যুটিং। তাঁর বক্তব্য, আগামী বছরের প্রায় শেষের দিকে শুরু হবে কপ ড্রামা 'সিংঘম থ্রি'। ফলে ফের সিংঘম রূপে অজয় দেবগনকে দেখতে হলে এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের।


পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে রোহিত শেট্টি বলেন, 'বুঝতে পারছি সূর্যবংশী মুক্তি পাওয়ার পর থেকে সিংঘম থ্রি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। কিন্তু সঠিকবাবে বলতে গেলে যেকোনও ছবি তৈরি করতে গেলে একটা সঠিক পরিকল্পনা লাগে। আর তা যদি কোনও ছবির সিক্যুয়েল হয়, তাহলে আরও বেশি মজবুত পরিকল্পনা লাগে। তাই আগামী বছরের শেষের দিকের আগে সিংঘম থ্রি-র শ্যুটিং শুরু করতে পারব না। আর ২০২৩-র আগে তার মুক্তিরও সম্ভাবনা নেই। এটা বেশ বড় অ্যাকশন ছবি হতে চলেছে। যদি আমরা নভেম্বর-ডিসেম্বর নাগাদও ছবির শ্যুটিং শুরু করতে পারি, তাহলেও অন্তত সাত মাস সময় লাগবে ছবির কাজ শেষ করতে। তাই সিংঘম থ্রি-র জন্য এখনও বেশ অনেকটা অপেক্ষা করতে হবে দর্শককে।'