মুম্বই: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra)। কিছুদিন আগেই পর্নোগ্রাফির মামলায় গ্রেফতার হয়েছিলেন 'ধড়কন' অভিনেত্রীর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। অভিযোগ উঠেছিল, তিনি বিভিন্ন অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফির ভিডিও অনলাইনে প্রকাশ করতেন বলে। সেপ্টেম্বর মাসে সেই মামলায় জামিন পান তিনি। পর্নোগ্রাফির মামলায় অভিযোগের আঙুল উঠেছিল শিল্পা শেট্টির দিকেও। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে স্বামীর ব্যবসার বিষয়ে সমস্ত কিছু অভিনেত্রী জানতেন বলে। যদিও তা প্রমাণিত হয়নি এখনও। ফের শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আর্থিক প্রতারণার। তাঁদের বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন এক ব্যক্তি। এমন ঘটনার পর অবশেষে মুখ খুললেন শিল্পা শেট্টি। বিবৃতি প্রকাশ করেছেন অভিনেত্রী।


মোটা অঙ্কের লাভের টোপ দিয়ে ২০১৪ সালের জুলাই মাসে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার ফিটনেস সংস্থায় ১ কোটি ৫১ লক্ষ টাকা বিনিয়োগ করানো হয়। পরে সেই টাকা ফেরত চাওয়ায় অভিনেত্রী ও তাঁর স্বামী হুমকি দেন বলে অভিযোগ দায়ের করেছেন নীতিন বারাই নামে এক ব্যক্তি। এমন অভিযোগ ওঠার পর শিল্পা শেট্টি এক বিবৃতিতে বলেন, 'আমার এবং রাজের নামে এফআইআর হয়েছে। এমন অভিযোগে ঘুম ভাঙল। আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি। এসএফ ফিটনেস নামে উদ্যোগ চালাতেন কাসিফ খান। তাঁর কাছেই এই সংস্থার সমস্ত অধিকার রয়েছে। সারা দেশে এসএফএল ব্র্যান্ডের ফিটনেস জিম খোলারও সমস্ত অধিকার তাঁর রয়েছে। সেখানকার সমস্ত কিছুর আদানপ্রদান তিনিই করেন। এছাড়াও ব্যাঙ্কের সমস্ত নথিতে সই করার অধিকারও তাঁর রয়েছে।'


আরও পড়ুন - Deepika Ranveer Wedding Anniversary: বিবাহবার্ষিকীতে একে অপরের অজানা অভ্যাস সম্পর্কে জানালেন রণবীর-দীপিকা


শিল্পা শেট্টি বিবৃতিতে আরও লেখেন, 'কাসিফ খান পরিচালিত সংস্থা কার সঙ্গে কী লেনগেন করছে, সে সম্পর্কে আমাদের কিছুই জানা নেই। এমনকি আমরা তাঁর কাছ থেকে একটা পয়সাও নিইনি। সমস্ত ফ্র্যাঞ্চাইজিই চালান কাসিফ খান। ২০১৪ সালে কাসিফ খান এই কোম্পানির সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন। গত ২৮ বছর ধরে বলিউডে অনেক কষ্টের সঙ্গে কাজ করেছি এবং সম্মান অর্জন করেছি। তাই যখন এমন কোনও কিছুতে নিজের নাম জড়িত থাকতে দেখি তখন মারাত্মক কষ্ট পাই। আমার নাম, আমার সম্মান এমন ভিত্তিহীন অভিযোগের কারণে রোজ ক্ষতিগ্রস্থ হচ্ছে।'