মুম্বই: মাত্র কিছু ঘণ্টা হয়েছে, যখন ললিত মোদি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের মাধ্যমে জানিয়েছেন যে, তিনি এবং বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন সম্পর্কে রয়েছেন। ললিত মোদির পোস্টের পরই নেট দুনিয়ায় যেন ঝড় বয়ে গিয়েছে। বিভিন্ন লোকে বিভিন্ন মত দিচ্ছেন এই সম্পর্ককে কেন্দ্র করে। কেউ ভালো চোখে দেখছেন তো কেউ কেউ বাঁকা মন্তব্যও করতে ছাড়ছেন না। সুস্মিতা সেনের নতুন সম্পর্ক প্রকাশ্যে আসার পরই সকলের নজর ছিল বিশ্বসুন্দরীর প্রাক্তন প্রেমিক রোহমান শল কী প্রতিক্রিয়া দেন, সেদিকে। আর তিনি প্রতিক্রিয়া দিলেন। প্রাক্তন প্রেমিকার নতুন সম্পর্ক নিয়ে মুখও খুললেন।
সুস্মিতা সেনের নতুন সম্পর্ক প্রসঙ্গে প্রাক্তন প্রেমিক রোহমান শল-
গতকালই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে যেন বোমা ফাটিয়েছেন ললিত মোদি। বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে নতুন ও পুরনো ছবি মিলিয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে জানিয়েছেন যে, তাঁরা বর্তমানে একে অপরকে ডেট করছেন। একদিন বিয়েও হবে। তাঁর পোস্টের পর যেমন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মুখ খুলেছেন স্বয়ং অভিনেত্রী। তেমনই এক সাক্ষাৎকারে সুস্মিতা-ললিত সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক রোহমান শল। তিনি বলেন, 'আপনারাও ওদের জন্য খুশি হন। ভালোবাসা খুব সুন্দর একটা জিনিস। আর আমরা সকলেই জানি যে, ও (সুস্মিতা সেন) যখন কাউকে বেছে নেয়, তখন সে মূল্যবানই হয়।'
আরও পড়ুন - Shamshera Title Track: প্রকাশ্যে 'শামশেরা'র টাইটেল ট্র্যাক, ডাকাত রূপে কতটা ভয় ধরালেন রণবীর?
প্রসঙ্গত, ললিত মোদির সঙ্গে সম্পর্কের আগে সুস্মিতা সেন সম্পর্কে ছিলেন রোহমান শলের সঙ্গে। বয়সে বেশ কিছুটা ছোট রোহমানের সঙ্গে তাঁর মেয়েদের সম্পর্কও অত্যন্ত মধুর। যদিও সুস্মিতা ও রোহমানের সম্পর্ক ভেঙে গিয়েছে গত বছরের শেষের দিকেই। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে সম্পর্ক শেষের কথা জানান। যদিও সুস্মিতার দুই মেয়ে আলিশা ও রেনের সঙ্গে এবং অভিনেত্রীর পরিবারের সঙ্গে এখনও খুব ভালো সম্পর্ক রোহমানের। সম্পর্ক ভেঙে যাওয়ার পরও কিছুদিন আগেই সুস্মিতা ও রোহমানকে একসঙ্গে দেখা যায়। প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও তাঁদের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক এখনও বজায় রয়েছে, তা তাঁরা আগেই জানিয়েছেন।