নয়াদিল্লি: কলকাতা হোক বা বেঙ্গালুরু! বড় শহর মানেই যানজট (traffic) যেন অভিশাপ। কিন্তু তার থেকেও বড় সমস্যা কোথায় বলুন দেখি? যানজটে আটকে পড়া অবস্থায় যখন হর্নের (honk)আওয়াজ কান ঝালাপালা করে দেয়। গাড়ি এগোবে না, পিছোবেও না। কিন্তু হর্নের আওয়াজ আপনাকে শুনতেই হবে। বিষয়টি কতটা ভয়ঙ্কর অথচ অনর্থক, তুলে ধরতে এক ব্যানারেই (banner) কিস্তিমাত করেছেন রাজধানীর (delhi) এক অটোরিকশাচালক (autorickshaw)।


কী রয়েছে ব্যানারে?


জ্ঞানের কথা নয়। দর্শন তো নয়ই। একেবারে কউন বনেগা ক্রোড়পতি (kaun banega crorepati) স্টাইলে প্রশ্ন। যানজটের মধ্যে হর্ন বাজালে কী হয়? চারটে অপশন রয়েছে। 'কেবিসি'-তে যেমন থাকে আর কী! প্রথম বিকল্প, লাইট তাড়াতাড়ি সবুজ হয়ে যায়। দ্বিতীয় বিকল্প, রাস্তা হঠাৎ চওড়া হয়ে যায়। তৃতীয় বিকল্প, গাড়িটা হঠাৎ করেই উড়তে শুরু করে। চতুর্থ ও সর্বশেষ বিকল্প, কিছুই হয় না। স্পষ্টতই প্রথম তিনটি বিকল্প অবাস্তব। যানজটের মধ্যে হর্ন বাজালে যে এর প্রথম তিনটির কোনওটিই হয় না, সেটা কারও অজানা নয়। তবু এই দোষে আমাদের অনেকেই দুষ্ট। অনর্থক এই অভ্যাস আখেরে ভীষণ বিরক্তিকর, সেটা বোঝাতেই অভিনব ব্যানার রাজধানীর অটোরিকশাচালকের।


হইচই সোশ্যাল মিডিয়ায়


কেবিসি-র আদলে এমন ব্যানারে মুগ্ধ সোশ্য়াল মিডিয়া। ছবিটি টুইটারে পোস্ট হতে না হতেই ভাইরাল হয়েছে। কেউ কেউ লিখেছেন, 'পরিস্থিতির গুরুত্ব তুলে ধরতে এমন ভাবনা সত্যিই দারুণ।' এক জনের আবার কমেন্ট, 'ঠিক যেমন বোতাম বার বার টিপলে লিফট তাড়াতাড়ি চলে আসে।' রসিকতা করে আরও এক বিকল্প জুড়ে দিয়েছেন কেউ কেউ। কী সেটা? হর্ন দিলে 'সামনের জন যেমন জায়গা ছেড়ে দেন'। সব মিলিয়ে হাসির বন্যা সোশ্যাল মিডিয়ায়। কেউই অবশ্য অটোরিকশাচালকের সৃজনশীল ভাবনার প্রশংসা না করে পারছেন না।


আরও পড়ুন:রিডিং গ্লাস নিয়ে ঘুরছেন? মুশকিল আসান আই ড্রপে ছাড় মার্কিন এফডিএ-র