কলকাতা: 'রক্তবীজ' (Roktobeej)-এর বয়স মাত্র ১ দিন। গতকালই মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee), নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত ছবি রক্তবীজ (Roktobeej)। ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসা পেয়েছেন শিবপ্রসাদ-নন্দিতার অচেনা পিচের এই সাহসী ব্যাটিং। উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, পরিচালক অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)।
'রক্তবীজ' দেখে সোশ্যাল মিডিয়ায় কৌশিক লিখছেন, 'দীর্ঘদিন ধরেই দেখছি উৎসব এলেই সন্ত্রাস রুখতে প্রশাসনের রেড অ্যালার্ট জারি হয়ে যায়। আনন্দের বাতাবরণে বেমানান এক সক্রিয়তা! এটাই আমাদের সত্যি! এটাই আজকের উৎসব! 'রক্তবীজ' দেখলাম। নন্দিতা রায় ও শিবপ্রসাদের পরিচালক জুটির সেরা ছবিটা দেখলাম। অভিনয়, ক্যামেরা, আবহসঙ্গীত, আর্ট, পোশাক, অ্যাকশন সব বিভাগই যত্নে ভরপুর। রুচি ও ক্রাফ্টের তুমুল যুগলবন্দী। সাহসী বাস্তবের দায়িত্বশীল চিত্ররূপ রক্তবীজ। না দেখলে কিন্তু পুজো অসম্পূর্ণ। অভিনয়ে বড়রা বা ছোটরা তো দারুণই, তবে আবির আর মিমি নিজেদের নিংড়ে দিয়েছে। দীর্ঘদিন বাংলা ছবিতে এমন ক্লাইম্যাক্স দেখিনি। আর কিছু বলব না। দেখে আসুন প্রকৃত পুজোর মেজাজের ছবি। প্রাক্তন প্রেসিডেন্ট স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায় নিশ্চই আশীর্বাদ করছেন এই ছবিকে। উইন্ডোজে ‘লক্ষ্মী ছেলে’ যে আগুনটা জ্বেলে ছিল, সেটা যেন ‘রক্তবীজে’ আগ্নেয়গিরি হয়ে উঠেছে!'
প্রসঙ্গত, রক্তবীজ শিবপ্রসাদ-নন্দিতার ছক ভাঙা ছবি। পারিবারিক গল্পের চেনা ছক থেকে বেরিয়ে আদ্যপান্ত থ্রিলারের মোড়কে সমাজের বাস্তব ছবিই তুলে ধরা হয়েছে এই ছবিতে। কৌশিক গঙ্গোপাধ্যায় এর আগে উইন্ডোজের প্রযোজনায় 'লক্ষ্মী ছেলে' ছবিটি তৈরি করেছিলেন এই সংস্থার সঙ্গে। সেই ছবিতেই পারিবারিক গল্পের বাইরে বেরিয়ে দেখানো হয়েছিল কুসংস্কার ও তার বিরুদ্ধে লড়াইয়ের গল্পকে। 'লক্ষ্মী ছেলে' সাফল্য পেয়েছিল, সেই সঙ্গে টলিউড পেয়েছিল এক নতুন নায়ক। উজান গঙ্গোপাধ্যায়। 'রসগোল্লা' ছবির সেই কিশোর যে দিনে দিনে দুঁদে অভিনেতা হয়ে উঠছেন, তারই প্রমাণ ছবি 'লক্ষ্মী ছেলে' ছবিটিতে। আর এবার থ্রিলারের মোড়কে, সামাজিক সমস্যার কথাই তুলে ধরলেন শিবপ্রসাদ-নন্দিতা।
একপর্দায় আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee), কাঞ্চন মল্লিক, অনসূয়া মজুমদার, সত্যম ভট্টাচার্য, দেবাশিস মণ্ডল। খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা নিয়ে তৈরি হয়েছে 'রক্তবীজ'। ২০১৪ সালের ২ অক্টোবর, দুর্গাষ্টমীর দিন খাগড়াগড়ের একটি ২ তলা বাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনার ভিত্তিতেই তৈরি হচ্ছে এই ছবি। প্রযোজনায় 'উইন্ডোজ'।
আরও পড়ুন: Mimi Chakraborty: শারদীয়ায় সুখবর, বলিউডে প্রথম ছবি মুক্তির দিন ঘোষণা মিমির