কলকাতা: যখন গোটা শহর, এমনকি তিনি নিজেও ব্যস্ত মা দুর্গার আরাধনায়...তখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবরটা দিয়ে ফেললেন এই নায়িকা। আগামী মাসেই বলিউডে পা রাখতে চলেছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) হাত ধরে তিনি যে বলিউডে পা রাখতে চলেছেন, সেই খবর ইতিমধ্যেই সবার জানা। তবে এবার ঘোষণা হল তাঁর সেই ছবি মুক্তির তারিখ।


আগামী মাসের শুরুতেই, ২ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী' (Shastry Virudh Shastry)। এই ছবিটির পরিচালনা করছেন শিবপ্রসাদ ও নন্দিতা। তাঁদেরই ছবি 'পোস্ত'-র গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি। বাংলায় এই ছবিতে দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee), লিলি চক্রবর্তী (Lily Chakraborty), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta), সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta), Paran Banerjee (Paran Bandhopadhay)। সেই ছবির গল্প নিয়েই হিন্দিতে তৈরি হবে 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী'। বাংলায় যে ভূমিকায় অভিনয় করেছিলেন মিমি, হিন্দিতেও সেই ভূমিকায় দেখা যাবে তাঁকে। একটি শিশুকে নিয়ে আবর্তিত হয়েছে ছবির গল্প। তার মায়ের ভূমিকাতেই দেখা যাবে মিমিকে। 


এই ছবিতে অন্যান্য মুখ্যভূমিকায় রয়েছেন পরেশ রাওয়াল (Paresh Rawal), নীনা কুলকার্নি (Neena Kulkarni) ও অন্যান্য অভিনেতা অভিনেত্রী। উইন্ডোজ ও ভায়াকম স্টুডিওর যৌথ প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি। এখনও পর্যন্ত মুক্তির দিন ধার্য করা হয়েছে ৩ নভেম্বর। সেইদিনই বড়পর্দায় দেশ জুড়ে মুক্তি পাবে এই ছবিটি। 


অন্যদিকে, পুজোয় মুক্তি পেয়েছে শিবপ্রসাদ-নন্দিতার প্রথম থ্রিলার ঘরানার ছবি 'রক্তবীজ'। এই ছবিটিতেও রয়েছেন মিমি। তাঁর সঙ্গে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া সরকার, সত্যম ভট্টাচার্য্য, দেবলীনা কুমার ও অন্যান্যরা। মুক্তির পরে প্রশংসিত হয়েছে এই ছবিটি। তবে বক্সঅফিসে চার ছবির লড়াইয়ে রক্তবীজ কতটা নিজের জায়গা করে নিতে পারে, এখন সেটাই দেখার।  


আরও পড়ুন: Srijit Mukherjee: ব্যস্ততা শেষে পারিবারিক সময়, ছবি মুক্তির দিনই মিথিলাকে নিয়ে শহর ছাড়লেন সৃজিত