কলকাতা: এই প্রথম রাইমা সেন (Raima Sen)-এর সঙ্গে জুটি বাঁধছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। জি ফাইভে মুক্তির অপেক্ষায় সায়ন্তন ঘোষাল (Shayantan Ghoshal) পরিচালিত মার্ডার-মিস্ট্রি 'রক্তকরবী' (Raktakorobi)। সদ্য একগুচ্ছ নতুন ওয়েব সিরিজের ঘোষণা করেছে জি ফাইভ (Zee Five)। এর মধ্যেই একটি রক্তকরবী। 


একটি পারিবারিক সম্পর্ক ও সেই পরিবারে লুকিয়ে থাকা বিভিন্ন রহস্য নিয়েই এগিয়ে যাবে সিরিজের গল্প। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। রাইমা ও বিক্রম ছাড়াও এই সিরিজে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee) , লাবণী সরকার (Laboni Sarkar), কিঞ্জল নন্দ (Kinjal Nanda), অঙ্গনা রায় (Angana Roy), হরিদাস চট্টোপাধ্যায় (Haridash Chatterjee), রুকমা রায় (Rooqma Ray), তুলিকা বসু (Tulika Basu) ও অন্যান্যরা। 


আরও পড়ুন: Oindrila Debuted at OTT: ওয়েব সিরিজে প্রথমবার ঐন্দ্রিলা, সঙ্গী সৌরভ-সাহেব


এদিনই ঘোষণা হয়েছে আরও একগুচ্ছ সিরিজের। এদের মধ্যে একটি হল 'শ্বেতকালী'। জি ৫-এর নতুন ওয়েব সিরিজ 'শ্বেতকালী'-তে অভিনয় করছেন সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। সানি ঘোষ পরিচালিত রহস্য রোমাঞ্চ এই সিরিজে একটি পরিবারের গল্প বলবে। কিন্তু শুধুই পরিবার নয়, সেই পরিবারের সঙ্গে জড়িয়ে থাকবে অতিপ্রাকৃত সব ঘটনা। পুরনো বাড়ির দেওয়াল ভেঙে বেরিয়ে আসা একটা সাদা কালীমূর্তিকে ঘিরেই মোড় ঘুরবে গল্পের।   


কেবল সৌরভ নয়, সানির ওয়েব সিরিজে অভিনয় করছেন টলিউডের এই প্রজন্মের এক ঝাঁক তারকা। সাহেব ভট্টাচার্য, সমদর্শী দত্ত, দেবলীনা কুমার, ঐন্দ্রিলা সেনের মতো তারকারা। তবে কেবল এখনকার তারকারা নয়, ওয়েব সিরিজে দেখা যাবে অরিন্দম গঙ্গোপাধ্যায়, দেবদূত ঘোষ, রানা বসু ঠাকুরের মত অভিনেতাদেরও।