কলকাতা: দীর্ঘদিন পরে, ফের পুরনো ভূমিকায়। ছোটপর্দায় ফিরছেন 'বাহামণি' ওরফে রণিতা দাস (Ronieeta Das)। ধারাবাহিক 'ইষ্টিকুটুম' তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। এরপরে অবশ্য ছোটপর্দার থেকে দীর্ঘদিন দূরে ছিলেন তিনি। কাজ করেছেন বড়পর্দাতেও। তবে এবার, দীর্ঘদিন পরে ছোটপর্দায় প্রত্যাবর্তন হচ্ছে রণিতার। বলবেন, নায়ক নায়িকার জীবনের গোপন কথা! পর্দায় অভিনয় দেখার চেয়েও, পর্দার পিছনে নায়ক নায়িকারা কী করছেন, তাঁদের কার কেমন মেজাজ থাকে, কার একটুতেই রাগ হয়ে যায়... সেই সমস্ত কথাই মানুষ জানতে চান। এবার সেই গল্পই বলবেন রণিতা।
রণিতা এবার গোয়েন্দা। সঙ্গী হচ্ছেন অরিন্দ্য বন্দ্যোপাধ্যায়। তবে এবার কল্পনা নয়, একেবারে নায়ক নায়িকাদের হাঁড়ির খবর বলবেন তিনি। ধারাবাহিকের নাম 'হচ্ছেটা কী?' রণিতা এর আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে তাঁকে ছোটপর্দায় দেখা যেতে চলেছেন। তবে কেমন ধারাবাহিকে তাঁকে দেখা যাবে, সেই ইঙ্গিত তিনি দেননি। আর এবার একেবারে প্রকাশ্যে এল সবটা। সদ্য মুক্তি পেয়েছে এই ধারাবাহিকের বেশ কিছু ঝলক। সেখানেই দেখা গিয়েছে, এবার রিল লাইফ নয়, রিয়েল লাইফের গল্প বলবেন রণিতা। ১১ মে থেকে, স্টার জলসায় প্রতিদিন বিকেল ৫.১৫-তে দেখা যাবে এই স্পেশাল শো। শো-এর ঝলকে দেখা যাচ্ছে, সব ধারাবাহিকের সেটে পৌঁছে যাচ্ছে রণিতার ক্যামেরা। কারোর সঙ্গে ঝগড়া হোক বা লুকিয়ে খাওয়া দাওয়া, সবটাই ধরে ফেলছে রণিতার ক্যামেরা। আর শেষমেষ বিরক্ত হয়ে সবাই বলছেন, 'হচ্ছেটা কি'। দর্শকদের প্রত্যাশা, এই শো একটা নতুন স্বাদ আনবে ধারাবাহিকে।
অন্যদিকে, ফের সৌপ্তিক চক্রবর্তীর পরিচালনায় কাজ করতে চলেছেন অভিনেত্রী রণিতা দাস (Ranita Das)। আসছে নতুন হরর কমেডি ছবি 'দেবী'। এই ছবির নামভূমিকায় দেখা যাবে রণিতা দাসকে। গল্প ও পরিচালনায় দায়িত্বে রয়েছেন সৌপ্তিক (Souptik Chakraborty)। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অঞ্জনা বসু (Anjana Basu), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) ও সোমরাজ মাইতি (Somraj Maity)। এই ছবিতে 'দেবী'-র চরিত্রে দেখা যাবে রণিতাকে। 'মায়া'-র চরিত্রে দেখা যাবে অঞ্জনা বসুকে। সূর্যের চরিত্রে দেখা যাবে রাহুলকে ও 'দেবী'-র প্রেমিক রাহুলের চরিত্রে দেখা মিলবে সোমরাজের।
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে রণিতা আর সৌপ্তিকের সম্পর্ক দীর্ঘদিনের। মাঝে শোনা গিয়েছিল, তাঁদের সম্পর্কে ভাঙন দেখা গিয়েছে। তবে তাঁরা ফের আবার একসঙ্গে কাজ করছেন বলে খুশি অনুরাগীরা।