নয়াদিল্লি : আগ বাড়িয়ে আগেই ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির কথা ঘোষণা করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের তরফ থেকে শুরু করা ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও) পর্যায়ের আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিকভাবে এই লক্ষ্য অর্জন করা হয়েছে। কাজেই ওয়াকিবহাল মহলের বক্তব্য, ট্রাম্পের এই আগেভাগে ঘোষণা করা ভাল চোখে নেওয়া হয়নি। এবার আরও একদম এগিয়ে ট্রাম্পের ঘোষণা, যুদ্ধ থামালে তিনি দুই দেশের সঙ্গে বাণিজ্য করবেন, অন্যথা নয়।
ট্রাম্পের কথায়, "আমি আপনাদের জানাতে পেরে খুবই গর্বিত যে ভারত ও পাকিস্তানের নেতৃত্ব অটল এবং শক্তিশালী ছিলেন, উভয় ক্ষেত্রেই অটল - তাঁদের পরিস্থিতির গুরুত্ব সম্পূর্ণরূপে জানার এবং বোঝার শক্তি, প্রজ্ঞা এবং দৃঢ়তার দৃষ্টিকোণ থেকে। আমরা অনেক সাহায্য করেছি, আর বাণিজ্যেও সাহায্য করেছি। আমি বললাম। চলুন, আমরা আপনাদের সঙ্গে অনেক ব্যবসা করব। চলুন এটা (পড়ুন, যুদ্ধ) বন্ধ করা যাক, চলুন বন্ধ করা যাক। যদি আপনারা তা থামান, আমরা বাণিজ্য করব। যদি আপনারা না থামান, আমরা কোনও বাণিজ্য় করব না। আমি যেভাবে বাণিজ্যকে ব্যবহার করেছি, সেভাবে কেউ কখনো করেনি। তা থেকে, আমি আপনাদের বলতে পারি, হঠাৎ তারা বলল। আমার মনে হয় আমরা থামতে চলেছি এবং তারা থামিয়ে দিয়েছে।"