মুম্বই: ছেলে অনলাইনে ৪ জিটিএ ৫ প্লে স্টেশন অর্ডার করে স্রেফ এক টুকরো সাদা কাগজ পেয়েছে বলে ট্যুইটে অভিযোগ জানালেন অভিনেতা রণিত রায়। যে অনলাইন ওয়েবসাইটে ছেলে প্লে স্টেশনে অর্ডার দিয়েছিল, তাদের ট্যাগ করে বলিউড অভিনেতা নিজের ভেরিফায়েড ট্যুইটার অ্যাকাউন্টে খালি পার্সেলের ভিডিও সমেত লিখেছেন, আমার ছেলে একটা পিএস৪ জিটিএ৫ অর্ডার করেছিল। কিন্তু যে বাক্সটা এসেছে, তার মধ্যে এক টুকরো সাদা পাতা আছে, কোনও ডিস্ক নেই। অবিলম্বে বিষয়টা নজর দিয়ে দেখুন।


পৃথক ট্যুইটে অর্ডার নাম্বারটাও শেয়ার করেছেন রণিত। যদিও অভিনেতার এমন দুঃখজনক অভিজ্ঞতা হওয়ার পরিপ্রেক্ষিতে তাঁর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে কাস্টমার সাপোর্ট টিম। রণিত তাদের বলেছেন তাঁকে ফোন করে যোগাযোগ করতে।
গত মাসেই ১৩ পূর্ণ হয়েছে রণিতের ছেলে অগস্ত্যের। ছেলেকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা, ভালবাসা জানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রণিত লিখেছিলেন, শুভ জন্মদিন তোমাকে। আজ তোমার ১৩ বছর হল। আমাদের সবার থেকে লম্বা তুমি ৬ ফুট ৩। কিন্তু আমার কাঁধে জীবনের যে কোনও পর্বে তোমায় বহন করার মতো শক্তি থাকবে। তোমায় সহস্রবার ভালবাসা জানাই। শুভ ১৩-তম জন্মদিন। লিটল রয়!