বিশ্বাসে মজবুত হয় সম্পর্ক
চাণক্য মনে করতেন, যে কোনও সম্পর্কের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় বিশ্বাসের উপর। বিশ্বাস না থাকলে কোনও সম্পর্কই তার কাঙ্খিত পরিণতিতে পৌঁছতে পারে না। তাই সম্পর্ক মজবুত করতে হলে বিশ্বাসের বাতাবরণ গড়তেই হবে। স্বামী-স্ত্রীর সম্পর্কও তেমনই। এক্ষেত্রেও বিশ্বাসের গুরুত্ব অসীম। তাই তাতে যেন চিড় না ধরে।
সমর্পণের মন যেন থাকে
চাণক্যর মতে সুখী দাম্পত্য জীবনের জন্য সমর্পণের মন যেন থাকে। স্বামী-স্ত্রীর সম্পর্ক যেমন মজবুত, তেমনই স্পর্শকাতরও বটে। পরস্পরের প্রতি সমর্পণ, মানিয়ে নেওয়ার মানসিকতা যেন থাকে। একজনের যখন অপরকে মানিয়ে নেওয়ার ক্ষমতা কমে যেতে থাকে,তখন দুজনের দূরত্ব তৈরি হয়ে যায়। তাই সম্পর্ক মজবুত রাখার জন্য সব সময় চেষ্টা করতে হবে।
প্রেমে যেন ঘাটতি না হয়
চাণক্য মনে করতেন প্রেমের শক্তি অপার। দাম্পত্যে জীবনে যেন প্রেমের ঘাটতি না ঘটে। পরস্পরকে মানিয়ে নেওয়া, একে অপরকে বিশ্বাস করার মতো মানসিকতা না থাকলে প্রেম বেঁচে থাকে না। স্বামী-স্ত্রীর সম্পর্কে প্রেম যত বেশি থাকবে, সম্পর্ক ততই মজবুত হবে। প্রেম কায়েম রাখার জন্য সংবেদনশীল থাকুন ও পরস্পরকে সম্মান করুন।