নয়াদিল্লি: প্রয়াত অভিনেতা রে স্টিভেনসন (Ray Stevenson Demise)। এস এস রাজামৌলির (SS Rajamouli) পিরিয়ড ব্লকবাস্টার 'আর আর আর' (RRR) ছবিতে তাঁকে দিল্লির অত্যাচারী গভর্নর (oppressive governor of Delhi) স্যর স্কটের ভূমিকায় দেখা গিয়েছিল। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫৮। 


প্রয়াত অভিনেতা রে স্টিভেনসন


রাজামৌলির ব্লকবাস্টার 'আর আর আর' যাঁরা দেখেছেন তাঁদের অত্যাচারী গভর্নরের কথা নিশ্চয়ই মনে আছে। আর সেই চরিত্রে অভিনয় করে মন জয় করেছিলেন অভিনেতা রে স্টিভেনসন। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন পরিচালক এস এস রাজামৌলি। সিনেমার সেটের হাসিমুখে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, 'দুর্ভাগ্যজনক... খবরটা বিশ্বাসই করতে পারছি না, রে ওঁর সঙ্গে এত শক্তি এবং প্রাণবন্ততা নিয়ে আসতেন সেটে। সেটা ছোঁয়াচে ছিল রীতিমতো। ওঁর সঙ্গে কাজ করা নিখাদ আনন্দদায়ক ছিল। ওঁর পরিবারের প্রতি সহানুভূতি রইল। ওঁর আত্মার শান্তি কামনা করি।'




১৯৬৪ সালের ২৫ মে লিসবার্নে জন্ম নেন তিন ছেলের দ্বিতীয়, রে স্টিভেনসন। ৮ বছর বয়সে পরিবারের সঙ্গে তিনি চলে আসেন ইংল্যান্ডে। সেখানে তিনি 'ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটার স্কুল'-এ পড়াশোনা করেন তিনি। ২৯ বছর বয়সে কলেজ শেষ করে একাধিক সিনেমা ও টেলিভিশনের কাজে দেখা যায় তাঁকে। 


আন্তর্জাতিক বিনোদন পত্রিকা 'ভ্যারাইটি' অনুযায়ী, স্টিভেনসন নব্বইয়ের দশকে ছোটপর্দায় অভিনয় দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর হলিউডের ব্লকবাস্টার ছবিতে অ্যাকশন দৃশ্যে সুযোগ পেতে শুরু করেন তিনি। 


স্টিভেনসনের সবচেয়ে উল্লেখযোগ্য কাজগুলির অন্যতম মার্ভেলের 'থর' ট্রিলজিতে ভলস্ট্যাগ চরিত্র। তবে ভারতে তাঁর খ্যাতি আরও ছড়িয়ে পড়ে 'আর আর আর' ছবিতে 'ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড' খ্যাত অভিনেত্রী অ্যালিসন ডুডির সঙ্গে অভিনয়ের মাধ্যমে। এস এস রাজামৌলির ছবি 'আর আর আর'-এ তাঁর অত্যাচারী গভর্নর স্কট বাক্সটনের চরিত্র ভারতীয় দর্শকের কাছে তাঁকে বহুল পরিচিত করে তোলে। জুনিয়র এনটিআর ও রাম চরণের সঙ্গে এই ছবিই তাঁর একমাত্র ভারতীয় ছবি। 


৪৪ বছর বয়সে টেলিভিশন সিরিজ 'রোম'-এ টাইটাস পুলোর চরিত্রে তাঁর অভিনয় প্রথম তাঁকে মার্কিন মুলুকে খ্যাতি এনে দেয়। এই সিরিজের তিনটি সফল সিজন দেখানো হয় ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত। 


'ভ্যারাইটি' অনুযায়ী, ২০০৮ সালে স্টিভেনসন সুযোগ পান মার্ভেলের ছবি 'পানিশার: ওয়ার জোন'-এ মুখ্য চরিত্রে। তাঁর শেষ কাজ অ্যাকশন-অ্যাডভেঞ্চারের সীমিত সিরিজ 'আহশোকা' মুক্তির অপেক্ষায়। ৮ পর্বের এই সিরিজ মূলত স্টার ওয়ার্স ইউনিভার্সের 'দ্য ম্যান্ডালোরিয়ান' স্পিন অফ নিয়ে তৈরি।