নয়াদিল্লি: ফের সেরার পালক 'আর আর আর' (RRR) ছবির মুকুটে। শুক্রবার রাতে 'হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন ফিল্ম অ্যাওয়ার্ডস'-এর (Hollywood Critics Association Awards) চার চারটি পুরস্কার পেল 'আর আর আর'। কোন কোন বিভাগে কাদের পিছনে ফেলে সেরা হয়ে উঠল এস এস রাজামৌলির (SS Rajamouli) ছবি? 


ফের সেরার শিরোপা পেল 'আর আর আর'


'হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন ফিল্ম অ্যাওয়ার্ডস'-এ বেস্ট অ্যাকশন ফিল্ম, বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার, বেস্ট অরিজিন্যাল সং (নাটু নাটু), বেস্ট স্টান্টস, এই চার বিভাগে জয়ী এস এস রাজামৌলি পরিচালিত, রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ব্লকবাস্টার ছবি 'আর আর আর'। এদিন পুরস্কার জয়ের পর বক্তব্য রাখতে উঠে পরিচালক স্টান্ট পরিচালকদের প্রাপ্য স্বীকৃতি দেওয়ার কথাও বলেন। 'বেস্ট অ্যাকশন ফিল্ম' বিভাগে 'দ্য ব্যাটম্যান', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার', 'টপ গান: মেভারিক'-এর মতো ছবিকে পিছনে ফেলেছে রাজামৌলির ছবি। অন্যদিকে 'বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম' বিভাগে এটি 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট' ও 'ডিসিশন টু লিভ'-এর মতো ছবিকে পিছনে ফেলেছে। 


সেরা অ্যাকশন ছবির পুরস্কার পাওয়ার পর রাজামৌলি বলেন, 'মনে হচ্ছে ব্যাকস্টেজে গিয়ে একবার চেক করতে হবে... মনে হচ্ছে এবার আমার ডানা গজাবে.... দ্বিতীয় পুরস্কার! অসংখ্য ধন্যবাদ। এর অর্থ আমি ভাষায় প্রকাশ করতে পারব না।'


 






তিনি আরও বলেন, 'এটা সেরা অ্যাকশন ফিল্মের জন্য, আমরা সেরা স্টান্টসের পুরস্কারও পেয়েছি কিন্তু সেটা বোধ হয় বেস্ট স্টান্ট কোরিওগ্রাফারের জন্য... এবং... সত্যিই স্টান্ট কোরিওগ্রাফারদের এখানে দেখতে পছন্দ করতাম কারণ আমি মনে করি এটি এমন একটি টিম যাঁরা আমাদের বিনোদন দেওয়ার জন্য এত কঠোর পরিশ্রম করে এবং তাঁদের নিজেদের জীবনও ঝুঁকিতে ফেলে। এই সুযোগে আমি সমস্ত বড় অ্যাওয়ার্ডদের অনুরোধ করব যে স্টান্ট মাস্টারদের উদ্দেশে একটি বিশেষ বিভাগ তৈরি করার জন্য। ওঁদের এটা সত্যিই প্রাপ্য। এটা সকল স্টান্ট কোরিওগ্রাফারদের জন্য বলছি, কেবল আমার দেশের নয়, গোটা পৃথিবীর যে যেখানে আছেন।'


বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার অ্যাওয়ার্ড পাওয়ার পর রাজামৌলি তাঁর সঙ্গে রাম চরণকেও নিয়ে ওঠেন স্টেজে। আরও ভাল ভাল ছবি তৈরির আশ্বাস দেন অভিনেতা। রাজামৌলি এই পুরস্কার ভারতের সমস্ত পরিচালকদের উৎসর্গ করেন। 


আরও পড়ুন: Hera Pheri 3: 'হেরা ফেরি ৩'-এর গল্প থেকে শ্যুটিং লোকেশন, সমস্ত তথ্য ফাঁস করে দিলেন পরেশ রাওয়াল!


এই বিপুল সাফল্যের পর অনুরাগীদের এবার নজর 'অস্কার'-এর দিকে। সকলেই আশায় বুক বাঁধছেন। আগামী ১২ মার্চ লস অ্যাঞ্জেলসে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে। সেখানে 'অরিজিন্যাল সং' বিভাগে 'নাটু নাটু' গানটি মনোনীত হয়েছে। এই গান ইতিমধ্যেই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছে।