নয়াদিল্লি: ভারতের অন্যতম জনপ্রিয় নৃত্যশিল্পী, 'ঝলক দিখলা যা সিজন ৬' (Jhalak Dikhlaa Jaa season 6) রানার আপ, লরেন গটলিব (Lauren Gottlieb), পারফর্ম করবেন অস্কারের মঞ্চে। ভারতীয় ছবি 'আর আর আর'-এর (RRR) 'নাটু নাটু' (Naatu Naatu) গানে নাচ করবেন তিনি। এই খবরে উচ্ছ্বসিত তিনি।
অস্কারে লরেন গটলিবের পারফর্ম্যান্স
'অস্কার ২০২৩' অনুষ্ঠিত হতে চলেছে ১২ মার্চ। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে 'বেস্ট অরিজিন্যাল সং' বিভাগে মনোনীত হয়েছে 'নাটু নাটু' গানটি। শুক্রবার ইনস্টাগ্রাম পোস্ট করে লরেন জানান, সেই গানেই অস্কারের মঞ্চে পারফর্ম করবেন তিনি। প্রসঙ্গত, লরেনকে ২০১৩ সালের 'এবিসিডি: এনি বডি ক্যান ড্যান্স' ছবিতে দেখা গিয়েছিল।
লস অ্যাঞ্জেলসের আইকনিক 'হলিউড' সাইননের সামনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেন লরেন। ক্যাপশনে লেখেন, 'বিশেষ খবর!!! অস্কারসে আমি 'নাটু নাটু' গানে পারফর্ম করছি। আমি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে উত্তেজিত। উইশ মি লাক!!!' তাঁর পোস্টে শুভেচ্ছাবার্তার বন্যা। অনুরাগীদের সঙ্গেই শুভেচ্ছা জানিয়েছেন সঙ্গীতশিল্পী বিশাল দাদলানিও। প্রসঙ্গত, কিছুদিন আগে শোনা গিয়েছিল এই গানে মঞ্চে পারফর্ম করবেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। তবে সেই সম্ভাবনা নাকচ করে দেন এনটিআর।
আপাতত মার্কিন মুলুকেই রয়েছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। কারণ অবশ্যই অস্কার। লস অ্যাঞ্জেলসের স্থানীয় সময় ১২ মার্চ অস্কার অনুষ্ঠিত হবে। যা ভারতে দেখা যাবে এখানের স্থানীয় সময় ১৩ মার্চ ভোরে।
আরও পড়ুন: NTR Jr: দিনে ৩ ঘণ্টা করে রিহার্সাল, 'নাটু নাটু'র শ্যুটিংয়ের ফলে এখনও 'পায়ে ব্যথা' জুনিয়র এনটিআরের?
সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনিয়র এনটিআরকে জিজ্ঞেস করা হয়, এই ছবির এমন কোনও মুহূর্ত যা ওঁর কাছে এখনও স্মরণীয়। তাঁর কথায়, 'আমাদের কোনও আন্দাজই ছিল না। ওই গানটা শ্যুট করার অভিজ্ঞতা, আমি বলতে গেলেও পায়ে যন্ত্রণা হচ্ছে।' তিনি আরও বলেন, 'স্টেপসগুলো কঠিন ছিল না কিন্তু সিঙ্ক করানোটা কঠিন ছিল। প্রত্যেকদিন তিন ঘণ্টা করে প্র্যাক্টিস করতে হত। গানের শ্যুটিং চলাকালীনই রিহার্সাল করতাম... ওই গানটার শ্যুট হওয়ার এক সপ্তাহ আগে থেকে রিহার্স করতাম এবং তারপর সেটেও রিহার্সাল দিতাম। পুরোটাই শুধুমাত্র সিঙ্করোনাইজেশনের জন্য।' এর মধ্যেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে 'নাটু নাটু।' অস্কারের দৌড়েও অনেকে বাজি রাখছেন এস এস রাজামৌলি পরিচালিত RRR-র বিপুল জনপ্রিয় গানেটির উপর। গত কয়েক মাস ধরেই 'নাটু নাটু'-র তালে তাল মিলিয়ে নেচে উঠেছে পশ্চিমি দুনিয়া। একাধিক ভিডিও-ও ভাইরাল হয়েছে ইতিমধ্যে।