নয়াদিল্লি: ভারতীয় সিনেমা দুনিয়ায় পরিচালক এস এস রাজামৌলির (SS Rajamouli) নাম খ্যাতির কথা সকলেরই জানা। যদিও তাঁর সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি 'আর আর আর'-এ (RRR) তেলুগু (Telugu) ছবির দুই তারকা, এনটিআর জুনিয়র (NTR Jr) ও রাম চরণ (Ram Charan) রয়েছেন। তবে পরিচালক রাজামৌলির ছবির গুণেই সিংহভাগ দর্শক হলমুখী হয়েছেন তা বলাই বাহুল্য। পরিচালকের ছবি মুক্তি পেলেই দেশজুড়ে সাড়া ফেলে সেটা। রাজ্য, ভাষা, সাংস্কৃতিক বা ধার্মিক, সমস্ত সীমানা ছাড়িয়ে সাধারণ মানুষ বা দর্শকের সঙ্গে একাত্ম হওয়ায় ক্ষমতা রাখেন পরিচালক এস এস রাজামৌলি।


'আর আর আর'-এর সাফল্য


'বাহুবলী' (Baahubali) ছবির অতুলনীয় সাফল্যের পর দেশ জুড়ে বক্স অফিস কাঁপাচ্ছে 'আর আর আর'। উইকেন্ডের পর সোমবারও এই ছবি বিশ্বজুড়ে প্রায় ৫০০ কোটি টাকার ব্যবসা করেছে। সেই ধারা অব্যাহত রেখে মঙ্গলবার আশা করা হচ্ছে কেবলমাত্র ছবির হিন্দি সংস্করণই ১৫-১৬ কোটি টাকার ব্যবসা করেছে। ফলে ছবিটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। 


সূত্রের খবর অনুযায়ী, প্রাথমিক অনুমান থেকে বোঝা যায় যে জুনিয়র এনটিআর-রাম চরণ অভিনীত ছবি উত্তর ভারতে জুড়ে তার সংগ্রহে ন্যূনতম হ্রাস পেয়েছে। এই ছবির বেশিরভাগ আয় হয়েছে গুজরাত, উত্তর প্রদেশ, বিহার, ওড়িশা, রাজস্থান, সিপি বেরার ও সিআই থেকে। সোমবার, 


'আর আর আর'-এর রেকর্ড


ফিল্ম সমালোচক তরণ আদর্শের সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী, হিন্দি ছবির নিরিখে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করল 'আর আর আর'। এস এস রাজামৌলির এটি তৃতীয় ছবি যা ১০০ পার করল। জুনিয়র এনটিআর ও রাম চরণের প্রথম সেঞ্চুরি হিন্দি দৃুনিয়ায়।


 






২০১৫ সালে মুক্তি পায় রাজামৌলির 'বাহুবলী'। বিপুল সফল সেই ছবিরও প্রথম সপ্তাহের রেকর্ড ভাঙতে চলেছে 'আর আর আর'। 


করোনা পরবর্তী সময়ে এটি ষষ্ঠ ছবি যা হিন্দিতে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করল। 


আরও পড়ুন: Jada Pinkett Smith: অবশেষে মুখ খুললেন জাডা স্মিথ, চড়কাণ্ডের পর ইঙ্গিতপূর্ণ পোস্টে 'আরোগ্য' লাভের বার্তা