নয়াদিল্লি: দক্ষিণী ছবির দুনিয়ায় জনপ্রিয় সিনেমাটোগ্রাফার সেনথিল কুমারের স্ত্রী এবং যোগা প্রশিক্ষক রুহি ওরফে রুহেনাজ প্রয়াত। বৃহস্পতিবারই তাঁর মৃত্যুর খবর জানা যায়। বহুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সেকেন্দ্রাবাদের কেআইএমএস হাসপাতালে মৃত্যু হয় রুহির (RRR Cinematographer Wife Death)। মাল্টিপল অর্গান ফেলিওরের কারণেই মারা যান রুহি, এই জন্যেই মৃত্যুর বেশ কিছুদিন আগে থেকেই চিকিৎসাধীন ছিলেন রুহেনাজ।


সেনথিল কুমারের স্ত্রী প্রয়াত


সেনথিল কুমারের টিম একইসঙ্গে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে বিখ্যাত সিনেমাটোগ্রাফার সেনথিল কুমারের স্ত্রী রুহি গারু ওরফে রুহেনাজ প্রয়াত। বৃহস্পতিবার দুপুর দুটোর সময় মৃত্যু হয় তাঁর। জুবিলি হিলসের মহাপ্রস্থানে রুহির শেষকৃত্য সম্পন্ন হয় শুক্রবার সকাল ৯টায়।


অনুরাগীদের শোকপ্রকাশ


সেনথিল কুমার এবং রুহির অনুরাগীরা গভীর শোকে আচ্ছন্ন। সমাজমাধ্যমে তাঁরা সেই শোকপ্রকাশ করেছেন। প্রভাস ও অনুষ্কা শেট্টীর সঙ্গে সেনথিল ও রুহির (RRR Cinematographer Wife Death) ছবি পোস্ট করে দুঃখপ্রকাশ করেছেন অনুরাগীরা আর সমাজমাধ্যমে তাঁদের সেই ছবিই এখন ঘুরছে। 'বাহুবলী' ছবির সেট থেকে তোলা হয়েছিল সেই ছবি। রুহির মৃত্যুর পর তাঁকে ঘিরে স্মৃতিচারণায় রত অনুরাগী দর্শক ও বন্ধুমহল।


কে ছিলেন রুহেনাজ ওরফে রুহি ?


রুহি ওরফে রুহেনাজ পেশায় একজন যোগা প্রশিক্ষক ছিলেন। অনুষ্কা, প্রভাস, ইলিয়ানা ডি'ক্রুজ প্রমুখ বড়মাপের অভিনেতা-অভিনেত্রীদের প্রশিক্ষণ দিয়েছেন তিনি। ভরত ঠাকুরের হায়দ্রাবাদ শাখার যোগা ক্লাসের প্রধান ছিলেন রুহি। ২০০৯ সালের জুন মাসে সেনথিল কুমারের সঙ্গে বিয়ে হয় রুহির। তাঁদের দুই পুত্রসন্তান জন্ম নেয়। সম্প্রতি অসুস্থ রুহিকে দেখাশোনা করার জন্য কাজ থেকে অব্যাহতি নিয়েছিলেন সেনথিল কুমার। বিয়ের পর হায়দ্রাবাদেই চলে আসেন রুহি এবং সেখানেই নিজের ব্যবসা গড়ে তোলেন।


সেনথিল কুমারের পরিচিতি


সেনথিল কুমারের পরিচিতি মূলত দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির ছবির হাত ধরেই। বহু ছবিতে এস এস রাজামৌলির টিম মেম্বার হিসেবে উপস্থিত থেকেছেন সেনথিল কুমার। রাজামৌলির ব্লকবাস্টার বহু ছবির সিনেমাটোগ্রাফি তারই করা। সেনথিল কুমার এবং রাজামৌলির যৌথ উদ্যোগে বহু ছবি বক্স অফিসে বিরাট সাফল্য পেয়েছে। 'আরআরআর', 'মগধীরা', 'অরুন্ধতী', 'যমদঙ্গা', 'ছত্রপতি', 'ঈগা', 'সাই' ইত্যাদি বহু ছবিতে সিনেমাটোগ্রাফি করেছেন সেনথিল কুমার। 'বাহুবলী: দ্য বিগিনিং' এবং 'বাহুবলী: দ্য কনক্লুশন' ছবিতেও রাজামৌলির সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে সেনথিল কুমারকে।  


আরও পড়ুন: Top Entertainment News Today: OTT-তে এল 'ডাঙ্কি', নন্দন ২ থেকে সরল 'পারিয়া', বিনোদনের সারাদিন