মুম্বই: করোনা পরিস্থিতির ফের বৃদ্ধি ঘটায় দেশের বিভিন্ন প্রান্তে সিনেমাহল সম্পূর্ণ বন্ধ কিংবা ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা থাকার ঘোষণা হয়েছে। একদিকে যেমন দিল্লির সরকার অনির্দিষ্টকালের জন্য সিনেমাহল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। তেমনই পশ্চিমবঙ্গ সহ বহু রাজ্যে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খোলার নির্দেশ জারি হয়েছে। এমন পরিস্থিতিতে বলিউডের বেশ কিছু ছবির মুক্তি স্থগিত হয়েছে। স্থগিত হয়েছে শাহিদ কপূরের 'জার্সি' ছবির মুক্তি। স্থগিত হয়েছে পরিচালক রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবি 'আরআরআর'-এর (RRR) মুক্তি। এনটিআর জুনিয়র, রাম চরণ, আলিয়া ভট্ট, অজয় দেবগন অভিনীত 'আরআরআর' ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ৭ জানুয়ারি। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই ছবির মুক্তি স্থগিতের ঘোষণা করেন নির্মাতারা। 


পরিচালক রাজামৌলির 'আরআরআর' ছবির মুক্তির দিন সামনে এসে যাওয়ায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল প্রোমোশনের কাজ। প্রোমোশনের জন্য ইতিমধ্যেই বেশ অনেক টাকা খরচ করে ফেলেছেন নির্মাতারা। কিন্তু আচমকা ছবির মুক্তি স্থগিত হয়ে যাওয়ায় কয়েক কোটি টাকার ক্ষতি হল 'আরআরআর' নির্মাতাদের। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, ছবির প্রোমোশনের জন্য ইতিমধ্যেই ১৮ থেকে ২০ কোটি টাকা খরচ করে ফেলেছেন নির্মাতারা। আর এই বিপুল পরিমাণ টাকার ক্ষতির হল নির্মাতাদের।


আরও পড়ুন - Ekta Kapoor Covid Positive: করোনায় আক্রান্ত একতা কপূর


'আরআরআর' ছবির নির্মাতাদের ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে যে, পরিচালক রাজামৌলি তাঁর ছবির দুই মুখ্য অভিনেতা এনটিআর জুনিয়র এবং রাম চরণের অনুরাগীদের সম্পর্কে অবগত। তিনি জানেন অন্ধ্রপ্রদেশের বাইরে এই দুই তারকার কত অনুরাগী রয়েছে। তাই এই দুই তারকার মুম্বই এবং অন্যান্য় রাজ্যের অনুরাগীদের জন্য বিশেষ ব্যবস্থা নেন নির্মাতারা। আর ছবির মুক্তি স্থগিত হয়ে যাওয়ায় প্রোমোসনের জন্য খরচ করা ১৮ থেকে ২০ কোটি টাকা পুরোটাই ক্ষতি হল তাঁদের।


প্রসঙ্গত, সম্প্রতি অফিসিয়াল বিবৃতিতে 'আরআরআর' নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়, 'দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের পর কিছু পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে গিয়েছে। যেহেতু আমাদের দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই সিনেমাহল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আমাদের হাতে আর কোনও রাস্তাই অবশিষ্ট নেই। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ভারতীয় চলচ্চিত্রের স্বর্ণযুগ ফের আমরা ফিরিয়ে আনব সঠিক সময়ে। আনবই।'