বিজয়ওয়াড়া: গতকাল মুক্তি পেয়েছে বাহুবলী (Baahubali) খ্য়াত এস এস রাজামৌলির (SS Rajamouli) ছবি ‘আরআরআর’ (RRR)। মুক্তি পাওয়ার আগে থাকতেই ছবিটি নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। মুক্তি পাওয়ার পর প্রথম দিনেই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে ছবিটি।


এরই মধ্য়ে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিজয়ওয়াড়ায় (Vijayawada) ঘটে গেল বিপত্তি। প্রযুক্তিগত সমস্যার জন্য একটি সিনেমা হলে ‘আরআরআর’-এর প্রদর্শন বন্ধ হয়ে যায়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। এমনকী, দর্শকদের একাংশ হলে ভাঙচুরও চালান। তাঁরা ফেন্সিং উপড়ে ফেলেন, জানলা ভেঙে দেন।


আরআরআর নিয়ে আগ্রহ তুঙ্গে


‘রাইজ, রোর, রিভোল্ট’। এস এস রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবি ‘আরআরআর’ মুক্তি পেল অবশেষে। এই ছবিটিকে ঘিরে বক্স অফিসের বিপুল প্রত্যাশা। অবশ্য প্রত্যাশা থাকবে নাই বা কেন? ‘বাহুবলী’-র পরিচালকের ছবি বলে কথা। ভারতীয় সিনেমার বক্স অফিসে বাহুবলী ও বাহুবলী-২ যে রেকর্ড গড়েছে, তার ছায়া তো ‘আরআরআর’-এর উপরে পড়বেই।


বক্স অফিসে আরআরআর-এর সাফল্য


বক্স অফিসে ‘আরআরআর’-এর সাফল্যের বিষয়ে আশাবাদী কলকাতা এবং সংলগ্ন এলাকার মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ ও হলগুলির মালিকেরা। অনলাইন টিকিট বুকিং সাইট এবং সিনেমা হল সূত্রের তথ্য অনুযায়ী, কলকাতায় বিভিন্ন মাল্টিপ্লেক্সে ‘আরআরআর’-এর টু-ডি হিন্দি শোয়ের সংখ্যা দৈনিক প্রায় ১৩৮টি। কলকাতায় বিভিন্ন মাল্টিপ্লেক্সে ‘আরআরআর’-এর থ্রি-ডি হিন্দি শোয়ের সংখ্যা দৈনিক প্রায় ৯৫টি। কলকাতা এবং সংলগ্ন এলাকায় মোট ২৯ টি হলে টু-ডি, থ্রি-ডি এবং আইম্যাক্স মিলিয়ে দৈনিক প্রায় ৩৫০টি শো পেয়েছে ‘আরআরআর’। 





দক্ষিণ ভারতীয় ছবি ‘আরআরআর’-এর আগে আল্লু অর্জুন, রশ্মিকা মন্দনার পুষ্পা-ও দুর্দান্ত ব্যবসা করেছে বাংলায়। কলকাতা এবং সংলগ্ন এলাকায় ৩১টি হলে দৈনিক প্রায় ৪০০টি শো পেয়েছিল ‘পুষ্পা’। এছাড়া সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ কলকাতা এবং সংলগ্ন এলাকায় ৩৮টি স্ক্রিনে প্রায় ১৫৩টি শো পেয়েছে। ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ কলকাতা এবং সংলগ্ন এলাকায় ২৮টি স্ক্রিনে দৈনিক গড়ে প্রায় ১৪২টি শো পেয়েছে। তালিকায় রয়েছে ‘বচ্চন পাণ্ডে’-ও। কলকাতা এবং সংলগ্ন এলাকায় ২৫টি স্ক্রিনে দৈনিক গড়ে প্রায় ২৫০টি শো পেয়েছে ‘বচ্চন পাণ্ডে’।


নানা ছবির ভিড়েও সকলের নজর এখন থাকবে ‘আরআরআর’-এর দিকেই। তবে বাহুবলীর রেকর্ড কি ভাঙতে পারবে এই ছবি? উত্তরটা দেবে সময়ই।