করুণাময় সিংহ, মালদা: কালিয়াচকে (Kaliachak) বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৩ বছরের শিশুর। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে বাড়ির চাল, ধসে পড়েছে দেওয়ালের একাংশ। সকাল সাড়ে ৭টা নাগাদ কালিয়াচকের (Kaliachak) নয়াগ্রামের একটি বাড়িতে বিস্ফোরণ হয়। পরিবারের দাবি, রান্না চলাকালীন গ্যাস সিলিন্ডার ফেটে যায়। কীভাবে বিস্ফোরণ? খতিয়ে দেখছে পুলিশ।


ঘটনাস্থলে মালদার (Malda) ডেপুটি পুলিশ সুপার ও কালিয়াচক থানার  আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। গ্যাস সিলিন্ডর বিস্ফোরণে দুর্ঘটনায় আতঙ্ক এলাকায়।


রামপুরহাটে বিস্ফোরণ: উল্লেখ্য, কিছুদিন আগে রামপুরহাটকাণ্ডে (Rampurhat) মৃত্যু হয়েছে দুই শিশুর। জানা গিয়েছে বন্ধ ঘরে আটকে গিয়ে পুড়ে মৃত্যু হয় তাঁদের। মৃত্যু রামপুরহাটকাণ্ডের পর মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিলেন রাজ্যে যেখানে যত বোমা বা আগ্নেয়াস্ত্র রয়েছে সব উদ্ধার করতে হবে। তাঁর নির্দেশের পরেই জেলায় জেলায় পুলিশি তত্পরতার ছবি প্রকাশ্য়ে আস। 


অস্ত্র উদ্ধার অভিযান: গতকাল মালদার (Malda) ইংরেজবাজারে (English Bazar) অভিযান চালায় পুলিশ। গতকাল রাতে পাঁচ মাইল এলাকা দুটি আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত আলম শেখ ইংরেজবাজারের খাসকোল মোহনপুর এলাকার বাসিন্দা। কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল, কোথায় পাচার করা হচ্ছিল, খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ। পাশাপাশি উত্তর ২৪ পরগনার জগদ্দল থেকে বোমা উদ্ধার। গতকাল রাতে অভিযান চালিয়ে জগদ্দলের গোলঘর জিলিপি মাঠের ধারে বটগাছের কোটর থেকে ৮টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। লাগাতার অভিযান চলবে বলে পুলিশ জানিয়েছে। 


আরও পড়ুন: Kolkata News: পক্ষাঘাতে ঘরবন্দি হয়ে থাকা, গড়িয়ায় আগুনে ঝলসে মৃত্যু মহিলার, তদন্তে পুলিশ



সেবক ব্রিজে বিস্ফোরণ: সম্প্রতি সেবক করোনেশন ব্রিজ (sevoke coronation bridge) কেঁপে ওঠে বিস্ফোরণে (blast)। এ দিন সকালে ব্রিজের উপর গাড়িতে বিস্ফোরণ হয়। একটি শ্যুটিংয়ের কারণে বিস্ফোরণ হয়েছে। এই ঘটনার পরেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। হেরিটেজ ব্রিজে কীভাবে এরকম বিপজ্জনক শ্যুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশপ্রেমী সংগঠনগুলি। তদন্তের আশ্বাস দেয় পুলিশ।