নয়াদিল্লি: ৭ জানুয়ারি ২০২২-এই মুক্তি পাচ্ছে এস এস রাজামৌলি (S S Rajamouli) পরিচালিত ছবি 'আর আর আর' (RRR)। অফিশিয়াল বিবৃতিতে জানালেন পরিচালক। এদিন ট্যুইট করে জানান ফিল্ম সামলোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh)। 


করোনার দাপট খানিক কমলেও চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন আতঙ্ক। ইতিমধ্যেই একাধিক রাজ্যে জারি হয়েছে নিষেধাজ্ঞা। গতকাল দিল্লিতে সিনেমা হল বন্ধের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। 


 






অতিমারী কাটিয়ে যখন একাধিক ছবি মুক্তির অপেক্ষায় সেই পরিস্থিতি ওমিক্রনের দাপটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ইতিমধ্যেই স্থগিত হয়েছে শাহিদ কপূর অভিনীত 'জার্সি' ছবির মুক্তি। এমন অবস্থায়  প্রশ্ন ওঠে 'আর আর আর' ছবির ভবিষ্যৎ নিয়ে। এই ছবির মুক্তিও পিছিয়ে যেতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়ে পোস্ট করলেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।


এদিন ট্যুইট করে তরণ লেখেন, 'ব্রেকিং নিউজ... "আর আর আর" ৭ জানুয়ারি ২০২২-এই আসছে... জানিয়েছেন এস এস রাজামৌলি... তারিখ পিছোচ্ছে না।'


আগামী ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল 'জার্সি'র। কিন্তু করোনা ভাইরাস এবং ওমিক্রনের বৃদ্ধিতে ফের স্থগিত হয়ে গেল এই ছবির মুক্তি। 


আরও পড়ুন: Shehnaaz Gill Video: শেহনাজের উদ্দেশে কটাক্ষ নয়, অনুরাগীদের ক্ষোভের মুখে বিবৃতি অসীম রিয়াজের


তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানান যে, শাহিদ কপূর অভিনীত 'জার্সি' ছবির মুক্তি স্থগিত হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর এই ছবি মুক্তি পাচ্ছে না। কবে মুক্তি পাবে এই ছবি তার দিন পরবর্তীতে ঘোষণা করা হবে। ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি মুক্তির কথা শোনা গেলেও, তা একেবারেই ভুয়ো খবর।