মুম্বই: গত ২৫ মার্চ মুক্তি পায় 'বাহুবলী' পরিচালক এস. এস রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবি 'আরআরআর' (RRR)। মুক্তি পাওয়ার পর মাত্র ১৬ দিনের মাথাতেই এই ছবি বিশ্বজুড়ে হাজার কোটি টাকার ব্যবসা করে ফেলে। দর্শকেরা বেশ কিছুদিন ধরেই অপেক্ষা করছিলেন যে কবে এই ছবি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় দক্ষিণের দুই তারকা রাম চরণ (Ram Charan) ও জুনিয়র এনটিআরকে (Jr NTR)। এছাড়াও দুটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যায় বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা আলিয়া ভট্ট এবং অজয় দেবগনকে। একাধিক ভাষায় মুক্তি পাওয়া 'আরআরআর' বক্স অফিসে কার্যত সুনামি তৈরি করে। অবশেষে এই ছবি আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার আগে বিশেষ ট্রেলার প্রকাশ্যে।
ওটিটি প্ল্যাটফর্মে আসছে 'আরআরআর'-
এদিন ওটিটি প্ল্যাটফর্মে জি ফাইভের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। ভিডিওটি আসলে 'আরআরআর' ছবির নতুন ট্রেলার। জানা গিয়েছে, তেলুগু, তামিল, কন্নড়, মালায়লম ভাষায় মুক্তি পাবে ওটিটিতে। তবে, থাকবে ইংরেজি সাবটাইটেলও। আগামী ২০ মে থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে এই ছবি।
আরও পড়ুন - The Archies First Look: এক ছবিতে তিন স্টার কিড, প্রকাশ্যে 'দ্য আর্চিস'-এর ফার্স্ট লুক ও টিজার
প্রসঙ্গত, ‘আরআরআর’ , রাইজ (Rise), রোর (Roar), রিভোল্ট (Revolt)। ছবিটির কাহিনি শুরু হচ্ছে ভারতের এক প্রত্যন্ত এলাকায় জঙ্গলে ঘেরা আদিবাসী গ্রামে। সেই গ্রামেরই এক কিশোরী মেয়েকে জোর করে নিজের প্রাসাদে নিয়ে আসেন গভর্নর স্কট বক্সটন এবং তাঁর স্ত্রী লেডি বক্সটন। সেই কিশোরীকে আবার তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার শপথ নিয়ে এক অসম লড়াইয়ের জন্য তৈরি হয় তেলঙ্গানার আদিবাসী নেতা ভীম। অন্যদিকে আর এক বিপ্লবী, রামা রাজু। তাঁর বাবা ভেঙ্কটের স্বপ্ন ছিল দেশকে স্বাধীন করতে একদিন প্রত্যেক স্বাধীনতা যোদ্ধার হাতে একটি বন্দুক থাকবে। নিজের গ্রামের লোকেদের বাঁচাতে নিজের শরীরে বিস্ফোরক বেঁধে সে মুখোমুখি হয়েছিল ব্রিটিশ সেনার। আর বাবার শরীরে বাঁধা সেই বিস্ফোরকে গুলি করে ব্রিটিশদের নিকেশ করেছিল ছোট্ট রামা রাজু। নিজের জীবন দেওয়ার আগে ভেঙ্কট রামাকে দিয়ে শপথ করিয়ে নিয়েছিল, যে ভাবেই হোক একদিন সে প্রত্যেক স্বাধীনতা সংগ্রামীর হাতে বন্দুক তুলে দেবে। বাবাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্যই ব্রিটিশ পুলিশ বাহিনীতে চাকরি নেয় রামা রাজু। তারপর একটু একটু করে নিজের লক্ষ্যে এগোতে থাকে। এর মাঝেই রামার সঙ্গে বন্ধুত্ব হয় ভীমের। তারপর দু’জনের লক্ষ্যপূরণের পথে হঠাৎ একে অন্যের মুখোমুখি এসে দাঁড়ায়। পরিস্থিতির কারণেই বন্ধুত্ব দ্বন্দ্বের রূপ নেয়। তারপর সেই দ্বন্দ্ব মেটে। দুই বন্ধু এক হয়ে লড়ে যায় ব্রিটিশ ঔদ্ধত্যের বিনাশের জন্য। শেষ পর্যন্ত রামা রাজু আর ভীম, দু’জনেরই স্বপ্নই সফল হয়। কাহিনি শেষ হয় এক অনাবিল পরিতৃপ্তিতে।