নয়াদিল্লি: তাঁদের হাত ধরে অস্কার (Oscars 2023) এসেছে ভারতে। ভারতীয় প্রযোজনায় 'বেস্ট অরিজিন্যাল সং' (Best Original Song) বিভাগে সেরার শিরোপা পেয়েছে 'নাটু নাটু' (Naatu Naatu)। এমন জয়ের পর সেলিব্রেশন যে হবে, তা তো বলাই বাহুল্য। আর সেটাই করলেন 'আর আর আর' (RRR) ছবির গোট টিম। লোকেশন, এস এস রাজামৌলির (SS Rajamouli) লস অ্যাঞ্জেলসের বাসভবন। '৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' (95th Academy Awards) জেতার পর এভাবেই সোমাবারের বাকিটা কাটালেন 'আর আর আর' তারকারা। পার্টির ছবি ও ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।


'আফটার পার্টি'তে মজল টিম 'আর আর আর'


বাড়িজুড়ে উৎসবের মেজাজ। এস এস রাজামৌলির লস অ্যাঞ্জেলসের বাড়িতে জমিয়ে পার্টি করলেন 'আর আর আর' টিমের প্রত্যেকে। মুখে চওড়া হাসি গৃহকর্তার। রাম চরণের স্ত্রী উপাসনা তাঁর সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ও ভিডিও পোস্ট করেন। স্বভাবতই তাঁর পোস্ট করা ছবি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। একটি ভিডিওয় দেখা গেল এম এম কীরাবাণী পিয়ানো বাজাচ্ছেন এবং উপস্থিত সকলেই সেই সুরে গলা মিলিয়েছেন। 


একাধিক ভিডিও ক্লিপে দেখা গেল 'আর আর আর' ছবির একাধিক কলাকুশলী অস্কারের ট্রফি হাতে পোজ দিয়েছেন। রামচ চরণকেও দেখা গেল একটি ছবিতে। 




সেরার শিরোপা পেল 'নাটু নাটু'


একের পর এক ইতিহাস। ফের সেরার শিরোপা পেল এস এস রাজামৌলি পরিচালিত, রাম চরণ (Ram Charan) ও জুনিয়র এনটিআর (Jr. NTR) অভিনীত 'আর আর আর' ছবির গান 'নাটু নাটু'। অস্কারে 'বেস্ট অরিজিন্যাল সং' বিভাগে মনোনীত হয়েছিল এই গান। এই বিভাগে মনোনয়ন পেয়েছিল 'টেল ইট লাইক এ ওম্যান' ছবির গান 'অ্যাপ্লজ', 'টপ গান: ম্যাভেরিক' ছবির 'হোল্ড মাই হ্যান্ড', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার' ছবির 'লিফ্ট মি আপ' ও 'এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স' ছবির 'দিস ইজ এ লাইফ'। সবাইকে পিছনে ফেলে অস্কার জিতে নেয় 'নাটু নাটু'। 


আরও পড়ুন: Amir Khan Birthday: আমির খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা ঋতুপর্ণার


আন্তর্জাতিক স্তরে এটি তৃতীয় বড় স্বীকৃতি পেল চার্টবাস্টার 'নাটু নাটু'। এম এম কীরাবাণীর সঙ্গীত পরিচালনায়, চন্দ্রবোসের লেখায় এই গান ভারতীয় দর্শকের মন জয় করেছে মুক্তির পরই। এবার একে একে গোল্ডেন গ্লোব, ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডের পর এবার অস্কার পেল 'নাটু নাটু'। প্রসঙ্গত, 'নাটু নাটু' গানের দুই তারকা গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব লাইভ পারফর্মও করেন গতকাল অস্কারের মঞ্চে। তাঁদের পারফর্ম্যান্স ঘোষণা করেন একমাত্র ভারতীয় উপস্থাপক দীপিকা পাড়ুকোন।