নয়াদিল্লি: নাঃ, ‘ফ্যান’ও শাহরুখ খানের কেরিয়ারকে ফ্যানের বাতাস যোগাতে পারল না। বক্স অফিসে মুখ থুবড়ে না পড়লেও ১০০ কোটির ক্লাবে ঢোকা ফ্যানের পক্ষে এখনও দূর অস্ত।
অথচ মনীশ শর্মা পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছিল দারুণ প্রতিশ্রুতি নিয়ে। সমালোচকরা তো বটেই দর্শকও প্রশংসা করেছিলেন ছবিটির। এ বছর বক্স অফিসে সব থেকে বড় ওপেনিংও পেয়েছিল ‘ফ্যান’। কিন্তু দিন যত এগিয়েছে, শাহরুখের এই নয়া ছবিকে ততই প্রত্যাখ্যান করেছেন ছবিপ্রেমীরা। দর্শক মনে করছেন, কিং খানের এখন বয়সোচিত রোলই করা ভাল, অল্পবয়সি ক্রেজি ফ্যানের ভূমিকায় বেশি বেশি লাফঝাঁপ তাঁদের আরোপিত লেগেছে। তা ছাড়া চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার বা দিলওয়ালের মত আগাপাশতলা কমার্শিয়াল ছবিতেই দর্শকরা শাহরুখকে দেখে অভ্যস্ত। সেখানে ‘ফ্যানে’র গল্প সম্পূর্ণ অন্যরকম। অনেকেরই মনে হয়েছে, কমার্শিয়াল ফিল্মের মোড়কে আর্ট ফিল্ম পেশ করা হয়েছে তাঁদের কাছে। তাই ইরফান খান অভিনীত যে ছবি সুপারহিট হত, শাহরুখকে সেই ছবিতে অভিনয় করতে দেখে মুখ ফিরিয়েছেন তাঁরা। ‘ফ্যানে’র প্রথমার্ধ প্রশংসা কুড়োলেও দ্বিতীয়ার্ধ কিন্তু সমালোচনার মুখে পড়েছে।
পাশাপাশি শাহরুখের ছবি মানেই সুপার হিট নাচ গান মিউজিক, দুর্দান্ত লোকেশন। ফ্যানে সে সবেরও অভাব প্রকট। তা ছাড়া এক সপ্তাহ আগে মুক্তিপ্রাপ্ত ‘দ্য জাঙ্গল বুক’ সুপারহিট হওয়ায় স্বাভাবিকভাবেই মার খেয়েছে ‘ফ্যান’। সোশ্যাল মিডিয়ায় ‘বয়কট ফ্যান’ প্রচারও প্রভাব ফেলেছে ছবির ভাগ্যে। সব মিলিয়ে ছবিমুক্তির পর সপ্তাহদুয়েক কেটে গেলেও কেঁদে ককিয়ে কোনওরকমে ৮২ কোটির ঘর ছুঁয়েছ ‘ফ্যান’। অর্থাৎ শাহরুখের এই নয়া ছবি কিন্তু হিট নয় কোনওমতেই, একেবারে ফ্লপ না বললেও চলনসইয়ের বাইরে তাকে কিছুই বলা যায় না। চিন্তিত শাহরুখ তাঁর আগামী ছবি ‘রইস’-এর মুক্তি সামনের বছর পর্যন্ত পিছিয়ে দিয়েছেন। তার মানে কোথাও না কোথাও কাঁপুনি লেগেছে বাদশারও।