কলকাতা: টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং ও করেন। ছোটপর্দায় তাঁর অভিনয় দেখতে দর্শকেরা ভীষণ ভালবাসেন। পাশাপাশি আলোচনা হয় তাঁর ফিটনেস নিয়েও। রুবিনা দিলাইক (Rubina Dilaik) অন্যতম ফিট একজন অভিনেত্রী। তাঁর ছিপছিপে গড়ন চর্চার বিষয় বটে। তবে জানেন কী, এই রুবিনাই তাঁর কেরিয়ারের প্রথম দিকে বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন? তিনি ওজন ঝরিয়েছিলেন পরবর্তীকালে, কিন্তু একটা সময়ে রুবিনাকে ওজন ঝরানোর কথা বলা হয়েছিল। কারণ তিনি প্রয়োজনের থেকে বেশি মোটা ছিলেন। এই মন্তব্য রুবিনাকে ভীষণ আঘাত করেছিল ও তিনি সাইজ জিরো হওয়ার সিদ্ধান্ত নেন। কীভাবে সাইজ জিরো হয়েছিলেন তিনি? মেনে চলেছিলেন কী কী পদ্ধতি? সদ্য নিজের পডকাস্ট চ্যানেলে এসে সেই কথাই জানিয়েছেন রুবিনা।
বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন রুবিনা দিলাইক!
আসলে রুবিনা দিলাইক অভিনয়ের পাশাপাশি, একটি ইউটিউব চ্যানেলও চালান। সেখানে প্রায়শই তিনি টিভি তারকাদের সঙ্গে পডকাস্টও করেন। সম্প্রতি এক পডকাস্টে অভিনেত্রী তার প্রথম শো নিয়ে একটি বড় কথা প্রকাশ্যে এনেছেন। অভিনেত্রী বলেছেন, ‘যখন আমি আমার প্রথম শো করছিলাম, তখন আমার লুকের জন্য সেটে সবার সামনে আমাকে অনেক বকাঝকা করা হয়েছিল। আমি খুব বিরক্ত হয়েছিলাম এবং আমি ঠিক করি যে সাইজ জিরো হতে হবে।’
সাইজ জিরো হওয়ার জন্য কঠোর পরিশ্রম
রুবিনা আরও বলেন, ‘সাইজ জিরো হওয়ার জন্য আমি এক বছর ধরে শুধু সেদ্ধ পালং শাকের স্যুপ খেয়েছি। আমি তাতেই রোগা হয়ে গিয়েছিলাম। কিন্তু বেশ দুর্বল হয়ে পড়েছিলাম। আমার মধ্যে শক্তি ছিল না। আজ যখন আমি সেই কথা মনে করি, তখন ভাবি কেন আমি এমনটা করেছিলাম, সেই সময় আমার মাথায় কী কী চলছিল?’
'লাফটার শেফ ২’-এ দেখা গেছে রুবিনা দিলাইককে
কাজের কথা বলতে গেলে, রুবিনা দিলাইককে রান্নার রিয়েলিটি শো ‘লাফটার শেফ ২’-এ দেখা গিয়েছে। এই শো-এর ফাইনাল সম্প্রতি হয়েছে। শোয়ের ট্রফি জিতেছেন করণ কুন্দ্রা এবং এলভিস যাদবের জুটি। ব্যক্তিগত জীবনের কথা বললে, অভিনেত্রী অভিনেতা অভিনব শুক্লাকে বিয়ে করেছেন। তারা দুজনেই এখন যমজ মেয়ের বাবা-মা। নিজেদের ছবি তাঁরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।