কলকাতা: বড়পর্দায় ডেবিউ, তাও মিমি চক্রবর্তীর বিপরীতে! পরিচালক মৈনাক ভৌমিক। আজ তাঁর জীবনে বোধহয় অন্যতম গুরুত্বপূর্ণ দিন। প্রথমদিনের শ্যুটিং শেষ করে, একটু সুযোগ পেয়েই তাই প্রেমিকাকে নিয়ে সিনেমাহলে চলে গিয়েছিলেন। সেখান থেকে বেরিয়েই এবিপি লাইভকে 'মিনি'-র ফ্লোরের প্রথমদিনের গল্প শোনালেন রুদ্রজিৎ মুখোপাধ্যায়।


মৈনাক ভৌমিক পরিচালিত নতুন ছবি 'মিনি'-র সৌজন্যে প্রথমবার বড়পর্দায় পা রাখছেন তিনি। আজ থেকে শুরু হল নতুন ছবির শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় 'মিনি'-র চিত্রনাট্য নিয়ে একটি ছবিও পোস্ট করেছিলেন রুদ্রজিৎ। কেমন ছিল প্রথমদিন শ্যুটিংয়ের অভিজ্ঞতা? উচ্ছসিত রুদ্রজিৎ বলছেন, 'এতদিন ছোটপর্দায় কাজ করেছি। বড়পর্দায় আমার প্রথম ছবি, প্রথম শট। কিন্তু বেশি ভাবলে ফ্লোরে নার্ভাস হয়ে পড়ব। আমি শট নিয়ে কিছু ভাবিনি। বরং শটে যাওয়ার আগে ক্যান্ডি ক্রাশ খেলছিলাম মোবাইলে। আমার কোনও সমস্যাই হয়নি। আজ ফ্লোরেই মৈনাকদার সঙ্গে প্রথম আলাপ হল। উনি একজন ভালো পরিচালক, তার চেয়েও বেশি একজন ভালো মানুষ। প্রথমদিন কাজ করেই একটা সহজ ব্যাপার তৈরি হয়ে গিয়েছে।'


প্রথম ছবিকে সুযোগ পেয়েই টলিউডের প্রথম সারির নায়িকার বিপরীতে কাজ! রুদ্রজিতের চরিত্রটা ঠিক কেমন? অভিনেতা বলছেন, 'ছবিতে আমার চরিত্রের নাম রণ। মিমির বিপরীতে আমি অভিনয় করছি। আজ প্রথম শট দিলাম। কিন্তু মিমি প্রচণ্ড অভিজ্ঞ একজন অভিনেত্রী। আমার কোনও সমস্যাই হয়নি। আমিও বেশি কিছু ভাবিনি। আর এই গোটা গল্পটা একটা ছোট্ট বাচ্চাকে ঘিরে। তার নামই 'মিনি'। আমার চরিত্রটা সদর্থক ও গুরুত্বপূর্ণ। অপেক্ষা করছি শ্যুটিং-এ আরও কী কী অভিজ্ঞতা হয়।


সম্প্রতি আইনি বিয়ে সেরে রুদ্রজিতের সঙ্গে ঘর বেঁধেছেন অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী। রুদ্রজিতের এই সাফল্যে কতটা খুশি তিনি? অভিনেতা বলছেন, 'প্রমিতা ভীষণ খুশি। আমার মা ও। তবে বাবাকে খুব মিস করছি। বাবা ভীষণ চেয়েছিল ছেলেকে বড়পর্দায় দেখতে। সেই স্বপ্নটা পূরণ হল কিন্তু বাবা দেখতে পেলেন না। এই বছরটা আমার জন্য রোলার কোস্টার রাইড। বাবা, জ্যেঠু সবাই আমাদের ছেড়ে চলে গেলেন। অথচ দেখুন, কয়েকটা মাস কাটার পরেই এত বড় সুযোগ পেলাম আমি। সময়ই বোধহয় সব ক্ষত সারিয়ে দেয়।'