কলকাতা: ২ বছর পর ফের ছোটপর্দায় একসঙ্গে। ধারাবাহিক 'পিলু' ফের ছোটপর্দায় ফেরাচ্ছে রুদ্রজিৎ মুখোপাধ্যায় (Rudrajit Mukherjee) ও প্রমিতা চক্রবর্তীর (Promita Chakraborty) জুটি। শিঞ্জিনী আর রঙ্গন হিসেবে ধারাবাহিকে দেখা যাবে তাঁদের। 


এখন প্রেম নয়, আইনি বিয়ে সেরে ফেলেছেন এই জুটি। ধারাবাহিক 'সাত ভাই চম্পা' থেকেই তাঁদের প্রেম শুরু হয়েছিল। আর এবার, বিয়ের পর ফের জুটি বাঁধছেন তাঁরা। পর্দায় প্রমিতার নাম শিঞ্জিনী আর রুদ্রজিৎ রঙ্গন। এর আগে আলাদা আলাদা ধারাবাহিকে অভিনয় করতেন তাঁরা। রুদ্রজিৎ-কে দেখা গিয়েছিল জীবন সাথী ধারাবাহিকে। অন্যদিকে 'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকে অভিনয় করতেন প্রমিতা। দুই ধারাবাহিকই এখন শেষ। এখন এক ধারাবাহিকেই দেখা যাবে দুজনকে। 


আরও পড়ুন: প্রথমবার ধূসর চরিত্র, 'এ থার্সডে'-র টিজারে ভয় ধরাচ্ছে ইয়ামির চাহনি


অন্যদিকে, মৈনাক ভৌমিক পরিচালিত নতুন ছবি 'মিনি'-র সৌজন্যে প্রথমবার বড়পর্দায় পা রাখছেন রুদ্রজিৎ। সোশ্যাল মিডিয়ায় 'মিনি'-র চিত্রনাট্য নিয়ে একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি । কেমন ছিল প্রথমদিন শ্যুটিংয়ের অভিজ্ঞতা? উচ্ছসিত রুদ্রজিৎ বলছেন, 'এতদিন ছোটপর্দায় কাজ করেছি। বড়পর্দায় আমার প্রথম ছবি, প্রথম শট। কিন্তু বেশি ভাবলে ফ্লোরে নার্ভাস হয়ে পড়ব। আমি শট নিয়ে কিছু ভাবিনি। বরং শটে যাওয়ার আগে ক্যান্ডি ক্রাশ খেলছিলাম মোবাইলে। আমার কোনও সমস্যাই হয়নি। আজ ফ্লোরেই মৈনাকদার সঙ্গে প্রথম আলাপ হল। উনি একজন ভালো পরিচালক, তার চেয়েও বেশি একজন ভালো মানুষ। প্রথমদিন কাজ করেই একটা সহজ ব্যাপার তৈরি হয়ে গিয়েছে।'


প্রথম ছবিকে সুযোগ পেয়েই টলিউডের প্রথম সারির নায়িকার বিপরীতে কাজ! রুদ্রজিতের চরিত্রটা ঠিক কেমন? অভিনেতা বলছেন, 'ছবিতে আমার চরিত্রের নাম রণ। মিমির বিপরীতে আমি অভিনয় করছি। আজ প্রথম শট দিলাম। কিন্তু মিমি প্রচণ্ড অভিজ্ঞ একজন অভিনেত্রী। আমার কোনও সমস্যাই হয়নি। আমিও বেশি কিছু ভাবিনি। আর এই গোটা গল্পটা একটা ছোট্ট বাচ্চাকে ঘিরে। তার নামই 'মিনি'। আমার চরিত্রটা সদর্থক ও গুরুত্বপূর্ণ। অপেক্ষা করছি শ্যুটিং-এ আরও কী কী অভিজ্ঞতা হয়।