কলকাতা: ১৭ বছর পরে ফের নাটকের মঞ্চে রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। তিতাস নাট্য সংস্থার দশম প্রযোজনা 'অগ্নিজল' নাটকে ফের অভিনয় করতে দেখা যাবে রুদ্রনীলকে। সোশ্যাল মিডিয়ায় নতুন বছরে এই খবর নিজেই শেয়ার করে নিলেন অভিনেতা-রাজনীতিবিদ। 


সোশ্যাল মিডিয়ায় পুজোর ও নাটকের মহড়ার ছবি ভাগ করে নিয়েছেন রুদ্রনীল। লিখেছেন, '২০০৬ সেই বিখ্যাত নাটক ফ্যাতাড়ু-তে অভিনয়ের ১৭ বছর পর আবার ফিরছি থিয়েটারের মঞ্চে! এবার তিতাসের দশম প্রযোজনা 'অগ্নিজল' নাটকে! ধন্যবাদ 'তিতাস' , ধন্যবাদ শর্বরী ও আবির ! নাটক: গিরীশ কারনাড। অনুবাদ: বিভাস চক্রবর্তী।  পরিচালনা : আবির। পয়লা বৈশাখে এই আনন্দের খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম ! সবাই ভাল থাকুন..শুভ নববর্ষ !'                                           


প্রসঙ্গত, এর আগে 'ময়দান' (Maidaan) ছবিতে অজয় দেবগণের (Ajay Devgan) সঙ্গে অভিনয় করেছেন রুদ্রনীল। এই ছবির প্রযোজনা করেছেন বনি কপূর (Bonny Kapoor) ও এই ছবিতে সঙ্গীতের দায়িত্ব আছেন এ আর রহমান। সদ্যই  'আবার বিবাহ অভিযান'-এর কাজ শেষ করেছেন রুদ্রনীল। ছবির পরিচালনায় সৌমিক হালদার (Soumik Haldar)। অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya), অঙ্কুশ হাজরা (Ankush Hazra), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar), নুসরত ফারিয়া (Nusraat Faria),  সোহিনি সরকারকেই (Sohini Sarkar) ফের দেখা যাবে 'আবার বিবাহ অভিযান' ছবিতে। আগামী ৮ জুন মুক্তি পাবে এই ছবি। ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত 'বিবাহ অভিযান' ছবির মতোই এই দ্বিতীয় ভাগের চিত্রনাট্য ও গল্পও রুদ্রনীলের লেখা। সঙ্গীত পরিচালনায় জিৎ গঙ্গোপাধ্যায়। সৌমিক হালদার নিরলসভাবে বাঙালি দর্শককে বেশ কিছু দুর্দান্ত গল্প এবং পরীক্ষামূলক ঘরানায় পৌঁছে দিয়েছেন। তিনিই এই ছবিটি পরিচালনা করছেন। শ্যুটিংয়ের বেশিরভাগই তাইল্যান্ডের বিদেশি লোকেশনে ও আংশিক কলকাতায় হয়েছে। নতুন ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরভ দাস (Sourav Das)-কে।


আরও পড়ুন: Urfi Javed: নীরজ পাণ্ডর অফিস থেকে খুনের হুমকি! সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক উরফি